পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১০:৩৮ AM , আপডেট: ১৫ অক্টোবর ২০২১, ১০:৩৮ AM
পিএইচডি শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের সোয়ানসি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের কোনো ধরনের টিউশন ফি লাগবে না। শিক্ষার্থীদের ম্যাটারিয়ালস ইঞ্জিনিয়ারিং এর উপর পিএইচডি করতে হবে। এছাড়াও বার্ষিক উপবৃত্তি ও গবেষণা ভাতা বাবদ বছরে প্রায় ২৫ হাজার পাউন্ড পাওয়ার সুযোগ রয়েছে। এ স্কলারশিপের সময়সীমা সাড়ে তিন বছর।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল (ইপিএসআরসি) ও অ্যামিরিকান সোসাইটি ফর টেস্টিং অ্যান্ড ম্যাটারিয়ালি(এএসটিএম) নামক দুইটি প্রতিষ্ঠান এ স্কলারশিপের জন্য অর্থায়ন করবে।
সুবিধাসমূহ:
* কোনো টিউশন ফি লাগবে না।
* বছরে উপবৃত্তি বাবদ ২০ হাজার পাউন্ড দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৩ লক্ষ টাকা।
* গবেষণা ভাতা বাবদ বছরে ৫ হাজার পাউন্ড দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকা।
যোগ্যতা:
* আবেদনকারীদের স্নাতকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণী থাকতে হবে।
* আবেদনকারীর অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* আইইএলটিএস এ প্রতিটি ভাগে ন্যূনতম ৫.৫সহ মোট ৬.৫ স্কোর থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।