স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন সুইডেনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১১:৪২ AM , আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ১১:৫০ AM
উচ্চশিক্ষার জন্য ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে বাংলাদেশী শিক্ষার্থীদের পছন্দের তালিকায় সুইডেন অন্যতম। আধুনিক শিক্ষাব্যবস্থা ছাড়াও উন্নত জীবনমান ও নিরাপত্তার দিক থেকেও চমৎকার দেশটি। সুইডিশ ডিগ্রির রয়েছে বিশ্বজোড়া সুনাম।
তবে দেশটির শিক্ষাব্যবস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য খুবই ব্যয়বহুল। তাই শিক্ষার্থীরাও মুখিয়ে থাকেন স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়া জন্য। তেমনি একটি আকর্ষণীয় স্কলারশিপ দিচ্ছে সুইডিশ ইনস্টিটিউট (এসআই)। দেশটির সবচেয়ে সম্মানজনক স্কলারশিপ হচ্ছে ‘এসআই স্কলারশিপ’।
স্কলারশিপটির আওতায় শিক্ষার্থীরা কোনো ধরনের টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করতে পারবেন। এজন্য প্রথমেই ভর্তির আবেদন করতে হবে সেখানে। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হবে ভর্তির আবেদন, চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।
ভর্তির আবেদন শেষ হলে আগামী ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। বাংলাদেশসহ মোট ৩৪ টি দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
প্রতি বছর মোট ৩০০ জন শিক্ষার্থীকে দেয়া হয় এই সম্মানজনক স্কলারশিপ। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির যে কোনো বিষয়ে পড়ার জন্য আবেদন করতে পারবেন। তবে পছন্দক্রমে একজন সর্বোচ্চ ৪টি বিষয় বাছাই করতে পারবেন।
বৃত্তির আবেদন ফি ৯০০ সুইডিশ ক্রোনা। কোর্সের মেয়াদ ১ থেকে ২ বছর। তবে প্রথম বছর রেজাল্ট ভালো না হলে দ্বিতীয় বছরে আর বৃত্তি দেওয়া হয় না।
বৃত্তির সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি
* জীবনযাত্রা ভাতা বাবদ প্রতি মাসে ১০ হাজার ক্রোনা (সুইডিশ মুদ্রা) দেয়া হবে। বাংলাদেশী টাকায় এর পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* বিমানে যাতায়াতের খরচ।
* স্বাস্থ্য বীমা
* স্কলারশিপ শেষে সুইডিশ ইনস্টিটিউট এল্যুমনাই নেটওয়ার্ক এর ফ্রি মেম্বারশিপ সুবিধা।
আবেদনের যোগ্যতা:
* কমপক্ষে ৩০০০ ঘন্টা কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু চাকুরী নয় বরং বিভিন্ন লিডারশিপ প্রোগ্রাম থেকে শুরু করে ইন্টার্নশিপ, সোশ্যাল ওয়ার্কও এই ক্ষেত্রে বিবেচনা করা হবে।
* আইইএলটিএস স্কোর জমা দিতে হবে।
যেসব দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:
বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, মায়ানমার (বার্মা), ইন্দোনেশিয়া, নেপাল, ভিয়েতনাম, বলিভিয়া, ব্রাজিল, কম্বোডিয়া, ক্যামেরুন, কলম্বিয়া, ইকুয়েডর, মিশর, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গুয়াতেমালা, হন্ডুরাস, জর্দান, কেনিয়া, লাইবেরিয়া, মালাউই, মরোক্কো, নাইজেরিয়া, পেরু, ফিলিপাইন, রুয়ান্ডা, সুদান, তাঞ্জানিয়া, তিউনিসিয়া, উগান্ডা, জাম্বিয়া ও জিম্বাবুয়ে।
যেসব নথিপত্র জমা দিতে হবে:
* মোটিভেশন লেটার
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট।
* ইউরোপিয়ান ফরম্যাটে সিভি।
* কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট।
* পাসপোর্টের স্ক্যান কপি।
আবেদন প্রক্রিয়া:
আগামী ১৮ অক্টোবর থেকে স্নাতকোত্তরে ভর্তির আবেদন করতে হবে। এ আবেদন করা যাবে ১৭ জানুয়ারী পর্যন্ত। আবেদন করতে ক্লিক করুন এখানে।
ভর্তির আবেদনের পর ১০ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।