আন্তর্জাতিক উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ

ইন্টারন্যাশনাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন স্টুডেন্ট প্রজেক্ট কম্পিটিশন
ইন্টারন্যাশনাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন স্টুডেন্ট প্রজেক্ট কম্পিটিশন  © সংগৃহীত

পৃথিবীজুড়ে উদ্যোক্তাদের উৎসাহ দিয়ে আসছে বিভিন্ন ব্যক্তি, সংগঠন কিংবা প্রতিষ্ঠান। এজন্য বিভিন্ন সময় আয়োজন করা হয় বিভিন্ন প্রতিযোগিতার। তেমনি একটি সুযোগ হতে পারে ইন্টারন্যাশনাল এন্ট্রাপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন স্টুডেন্ট প্রজেক্ট কম্পিটিশন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। আবেদনের শেষ সময় আগামী ১৮ অক্টোবর।

এ প্রতিযোগিতার লক্ষ্য হল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব তৈরি করা এবং উদ্ভাবনী উদ্যোক্তা প্রকল্পগুলি বিকাশের মাধ্যমে তাদের একাডেমিক লক্ষ্য অর্জনকে উদ্দীপিত করা।

প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে প্রকল্পটি বর্ণনা করার জন্য একটি পেপার উপস্থাপন করতে হবে। দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য নির্বাচিতদের আগামী ডিসেম্বরের এলআইইআরডি-২০২১ এর সম্মেলনে জুরিদের সাক্ষাৎকারের সময় প্রকল্পটি উপস্থাপনের জন্য একটি সংক্ষিপ্ত ভিডিও প্রস্তুত করতে হবে।

প্রকল্পটি ইংরেজি বা স্প্যানিশ ভাষায় উপস্থাপন করতে হবে। দুই ধাপে মূল্যায়ন করা হবে। প্রথম ধাপে পেপার মূল্যায়ন করা হবে এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাওয়ার যোগ্যতা অর্জন করা যাবে। দ্বিতীয় ধাপে জুরিদের ভিডিও এবং লাইভ প্রশ্নের উত্তর মূল্যায়ন করা হবে।

এ প্রতিযোগিতায় ৩ জনকে পুরস্কৃত করা হবে। ১ম পুরস্কার হিসেবে থাকছে ৬০০ মার্কিন ডলার। ২য় পুরস্কার ৪০০ ডলার এবং ৩য় পুরস্কার হিসেবে ২০০ ডলার প্রদান করা হবে। এছাড়া বিজয়ীদের এলআইইআরডি-২০২১ এর সম্মেলনে অংশগ্রহণে কোন নিবন্ধন ফি লাগবে না এবং তাদের বিশেষ মনিটরিং টিমের মাধ্যমে প্রকল্পটির মেন্টরিং করা হবে।

পেপারের ক্ষেত্রে সর্বাধিক ৫ পৃষ্ঠা, আরিয়ল ফন্ট ১২, লাইন গ্যাপ ১.৫ থাকতে হবে (নিবন্ধন ফর্ম, কভার পেজ, সূচক এবং রেফারেন্স গণনা করা হয় না)। পিডিএফ করে পাঠাতে হবে। আর ভিডিওটি হবে প্রকল্পের বিষয়বস্তু, সুযোগ এবং পণ্যের সংক্ষিপ্ত ব্যাখ্যার উপর। এমপি-৪ ফরম্যাটে সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও করতে হবে। অগোরা মিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে পাঁচ মিনিটের লাইভ প্রশ্নোত্তর পর্ব থাকবে।

আবেদন পদ্ধতি:

আবেদন ফরম পেতে ক্লিক করুন এই লিংকে। 

প্রথম পর্যায়: রেজিস্ট্রেশন ফর্ম সহ কাগজটি ইজিচেয়ার প্ল্যাটফর্মের মাধ্যমে সময়সীমার আগে টিম লিডার জমা দেবে। টিম লিডার এবং অনুষদের পরামর্শদাতা একটি ই-মেইল কনফারমেশন পাবেন যা তাদের অবশ্যই উত্তর দিতে হবে।

দ্বিতীয় ধাপ: কাগজের মূল্যায়নের উপর নির্ভর করে একটি ই-মেইল পাঠানো হবে এবং ভিডিও জমা দেওয়ার নির্দেশ দেয়া হবে।

বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে


সর্বশেষ সংবাদ