স্নাতকোত্তর-পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে হাওয়াই বিশ্ববিদ্যালয়

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়
ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডি শ্রেণিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ বিশ্বের ৫৩টি দেশের শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর।

‘ইস্ট-ওয়েস্ট সেন্টার গ্রাজুয়েট ডিগ্রি ফেলোশিপ’ এর অধীনে দেওয়া এ স্কলারশিপের অর্থায়ন করবে এডিবি। শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া হবে না কোন আবেদন ফি।

এ স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় এই গবেষণা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ পাবেন। বিষয়গুলো হলো- ব্যবসা প্রশাসন, অর্থনীতি, লোক প্রশাসন, ভূগোল, ব্যবসায় প্রশাসন (গ্লোবাল এমবিএ- জাপান ট্র্যাক), প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা, মহাসাগর এবং সম্পদ প্রকৌশল, মহাসাগরবিদ্যা, প্যাসিফিক আইল্যান্ড স্টাডিজ, সমাজবিজ্ঞান, ট্রপিক্যাল প্ল্যান্ট ও সয়্যাল সায়েন্স, নগর ও আঞ্চল পরিকল্পনা এবং মাস্টার অব ল।

স্কলারশিপের সুবিধাসমূহ:

* স্নাতকোত্তর ডিগ্রি এবং ডক্টরাল ডিগ্রির জন্য পূর্ণকালীন টিউশন ফি প্রদান।
* নিজস্ব (ইস্ট-ওয়েস্ট সেন্টারে) আবাসন ব্যবস্থা।
* খাদ্য এবং আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য থাকবে একটি আংশিক উপবৃত্তি।
* বই এবং অন্যান্য শিক্ষা উপকরণ ক্রয় ও সরবরাহের জন্য দেয়া হবে ভাতা।
* স্বাস্থ্য বীমা কভারেজের জন্য থাকবে ভর্তুকি।

যোগ্যতা:

* উচ্চতর একাডেমিক রেকর্ডসহ স্নাতক বা তার সমতুল্য ডিগ্রি।
* আবেদনের সময় কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন পেশাগত কাজের অভিজ্ঞতা (বিশ্ববিদ্যালয় ডিগ্রি অর্জনের পর) থাকতে হবে।
* মৌখিক এবং লিখিত ইংরেজি যোগাযোগ দক্ষতা।
* আবেদনকারীর বয়স ৩৫ বছরের কম হতে হবে। তবে উর্ধ্বতন কর্মকর্তা এবং পরিচালকদের জন্য * উপযুক্ত প্রোগ্রামগুলির বয়সসীমা ৪৫ বছর।
* সুস্বাস্থ্য থাকতে হবে।
* প্রোগ্রামটি শেষ করে দেশে ফিরে যেতে সম্মত থাকতে হবে।

যেভাবে আবেদন করতে হবে:

স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রির জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ক্লিক করুন এই লিংকে। 


সর্বশেষ সংবাদ