স্কলারশিপে স্নাতকের সুযোগ কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, আবেদন শেষ ২৬ জানুয়ারি
বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে বর্তমানে উচ্চশিক্ষার অন্যতম জনপ্রিয় গন্তব্য কানাডা। শিক্ষার উন্নত মান, স্কলারশিপের সুযোগ, সাশ্রয়ী টিউশন ফি, ভালো আবাসন সুবিধা ও পড়াশোনা শেষে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কানাডাকে আকর্ষণীয় করে তুলেছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো বিভিন্ন ধরনের স্কলারশিপ প্রদান করে, যা শিক্ষার্থীদের জন্য শিক্ষাজীবন সহজ করে তোলে।
কানাডার জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে ইয়র্ক বিশ্ববিদ্যালয় স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৬ জানুয়ারি ২০২৬।
ইয়র্ক বিশ্ববিদ্যালয় কানাডার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। কানাডার সবচেয়ে প্রাণবন্ত শহর টরন্টো, অন্টারিওতে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। ইয়র্ক বিশ্ববিদ্যালয় একটি পাবলিক রিসার্চ প্রতিষ্ঠান এবং এটি কানাডার বৃহত্তম বিশ্ববিদ্যালয়গুলোর একটি হিসেবে স্বীকৃত।
সুযোগ-সুবিধা
*President’s International Scholarship of Excellence–এর আওতায় সর্বোচ্চ ৪৫ হাজার কানাডিয়ান ডলার (মোট ৪ বছরে) প্রদান করা হবে। এছাড়া Tentanda Via Award–এর আওতায় সর্বোচ্চ ৩০ হাজার কানাডিয়ান ডলার (৪ বছরে মোট) প্রদান করা হবে;
*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির যেকোনো বিষয়ে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করতে পারবেন;
আবেদনের যোগ্যতা
*কানাডায় পড়াশোনার জন্য স্টাডি পারমিট পাওয়ার যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;
*২০২৬ সালের ফল (Fall) সেমিস্টারে ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত একটি স্নাতক ডিগ্রি প্রোগ্রামে আবেদন করতে হবে এবং ভর্তির সুযোগ পেতে হবে;
*উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ থাকতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;
*রিকমেন্ডেশন/নমিনেশন লেটার প্রয়োজন হবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন ফ্রান্সে, আবাসনসহ থাকছে যেসব সুবিধা
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জানুয়ারি ২০২৬।