বাংলাদেশি শিক্ষার্থীদের মেক্সট স্কলারশিপ দিচ্ছে জাপান

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মেক্সট স্কলারশিপ দেবে জাপান। জাপান সরকারের শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জাপানী বিদ্যালয়গুলোতে অধ্যয়ন করতে আগ্রহীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশে অবস্থিত জাপান দূতাবাসের মাধ্যমে এই বৃত্তির জন্য আবেদন করতে হবে।

সকল আবেদন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। গবেষণা, স্নাতক, বিশেষায়িত ট্রেনিং ও প্রযুক্তি এই চারটি বিভাগে মেক্সট বৃত্তি প্রদান করা হবে।

সুযোগ সুবিধাসমূহ
গবেষণাঃ https://www.bd.emb-japan.go.jp/files/000474655.pdf
স্নাতকঃ https://www.bd.emb-japan.go.jp/files/000474658.pdf
বিশেষায়িত ট্রেনিংঃ https://www.bd.emb-japan.go.jp/files/000474683.pdf
প্রযুক্তিঃ https://www.bd.emb-japan.go.jp/files/000474677.pdf

আবেদনের যোগ্যতা
গবেষণা (মাস্টার্স এবং পিএইচডি) শিক্ষার্থীঃ প্রার্থীর জন্ম এপ্রিল ২, ১৯৮৫ এর পরে হতে হবে। স্নাতক/মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
স্নাতকঃপ্রার্থীর জন্ম এপ্রিল ২, ১৯৯৫ এর পরে হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিশেষায়িত ট্রেনিংঃ প্রার্থীর জন্ম এপ্রিল ২, ১৯৯৫ এর পরে হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
প্রযুক্তিঃ প্রার্থীর জন্ম এপ্রিল ২, ১৯৯৫ এর পরে হতে হবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের ঠিকানা https://www.bd.emb-japan.go.jp/itpr_ja/00_000706.html

বাছাই প্রক্রিয়াঃ আবেদন জমা দেওয়ার পর ডকুমেন্ট রিভিউ করা হবে। এরপর ২২ জুন ২০১৯ পরীক্ষার পর জুলাইয়ে প্রথম স্ক্রিনিং নোটিফিকেশন দেওয়অ হবে। তারপর জানুয়ারি ২০২০ বা ফেব্রুয়ারি এর মধ্যে এক্সেপ্টেন্স নোটিফিকেশন দেওয়া হবে।


সর্বশেষ সংবাদ