২২ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৪

ইন্টার্নশিপের আওতায় গবেষণার সুযোগ জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে, স্টাইপেন্ড-আবাসনসহ থাকছে যেসব সুবিধা

কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে দুই মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়। এশিয়ার পূর্ব, মধ্য, দক্ষিণ, দক্ষিণ-পূর্ব ও পশ্চিম অঞ্চলের দেশগুলোর স্নাতক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬।

‘কিয়োটো বিশ্ববিদ্যালয় অ্যামজেন স্কলার্স প্রোগ্রাম' এর আওতায় আট সপ্তাহের ইন্টার্নশিপটি হবে পূর্ণকালীন (প্রায় ৪০ ঘণ্টা/সপ্তাহ) এবং শিক্ষার্থীদের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা বিভাগে নিয়োগ দেওয়া হবে। অংশগ্রহণকারীরা বায়োকেমিস্ট্রি, বায়োইনফরমেটিকস, বায়োটেকনোলজি, ইমিউনোলজি, মলিকুলার জেনেটিকস, নিউরোসায়েন্স, টক্সিকোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজিসহ বহু বিষয়ে কাজ করার সুযোগ পাবেন।

সুযোগ-সুবিধা

*পুরো প্রোগ্রামের জন্য ১৮০,০০০ ইয়েন স্টাইপেন্ড প্রদান করবে;

*ইকোনমি ক্লাস রিটার্ন এয়ার টিকিট প্রদান করবে;

*আবাসনের ব্যবস্থা;

*আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে নেটওয়ার্কিংয়ের সুযোগ;

আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, আবেদন করুন ইউএনডিপি-ওয়াশিংটন ২০২৬ ইন্টার্নশিপে

যেসব অনুষদ ও ইনস্টিটিউটে গবেষণার সুযোগ

*চিকিৎসাবিজ্ঞান অনুষদ;

*ফার্মাসিউটিক্যালবিজ্ঞান অনুষদ;

*প্রকৌশল অনুষদ;

*কৃষিবিজ্ঞান অনুষদ;

*জ্বালানিবিজ্ঞান অনুষদ;

*জীববিজ্ঞান অধ্যয়ন অনুষদ;

*মানব টিকে থাকার উন্নত সমন্বিত অধ্যয়ন অনুষদ;

*রাসায়নিক গবেষণা ইনস্টিটিউট;

*উন্নত গবেষণা ইনস্টিটিউট;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, নেই বয়সের বাধা

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ছবি;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ;

*দুটি সুপারিশপত্র;

*প্রোগ্রামের চাহিদা অনুযায়ী অন্যান্য প্রয়োজনীয় নথি;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬।