২০ নভেম্বর ২০২৫, ১৮:২০

বিনা মূল্যে অংশগ্রহণ করুন ওবামা ফাউন্ডেশনের লিডারশিপ প্রোগ্রামে

ছয় মাসব্যাপী ওবামা ফাউন্ডেশন লিডার্স প্রোগ্রামে অংশগ্রহণ করতে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

ওবামা ফাউন্ডেশন লিডার্স প্রোগ্রাম (২০২৬-২০২৭) একটি ছয় মাসব্যাপী আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম। সম্পূর্ণ বিনা মূল্যের এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা মূল্যবোধভিত্তিক নেতৃত্ব, সিস্টেম-লেভেলে কাজ করার দক্ষতা ও বৈশ্বিক সংযোগ তৈরি করার উপায় শিখতে পারবেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলের ২৪ থেকে ৪৫ বছর বয়সী তরুণদের জন্য উন্মুক্ত। আবেদনের শেষ সময় ১২ ডিসেম্বর ২০২৫। 

ওবামা ফাউন্ডেশনের নেতৃত্বধারার অনুপ্রেরণায় তৈরি এই প্রোগ্রাম ২০১৮ সালে আফ্রিকায় শুরু হয়। পরবর্তী বছরগুলোয় এশিয়া-প্যাসিফিক, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিস্তৃত হয়েছে প্রোগ্রামটি। এখন এটি এক বিশাল বৈশ্বিক নেটওয়ার্কে রূপ নিয়েছে, যেখানে ইতোমধ্যে দেড় হাজারের বেশি সক্রিয় পরিবর্তনকামী যুক্ত আছেন।

কী কী থাকবে এই প্রোগ্রামে

এই হাইব্রিড নেতৃত্ব উন্নয়ন প্রোগ্রাম ছয় মাস চলবে। অংশগ্রহণকারীরা পাবেন—

*সাপ্তাহিক ভার্চ্যুয়াল গ্রুপ সেশন;

*ছোট দলভিত্তিক আলোচনা ও শেখার সুযোগ;

*একজন পেশাদার কোচ, যিনি লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও সম্ভাবনা উন্মোচনে সাহায্য করবেন;

*বৈচিত্র্যময় সহ-অংশগ্রহণকারীদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ;

*ওবামা লিডারশিপ নেটওয়ার্কে যুক্ত হয়ে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি প্রসারিত করার সুযোগ;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই ইন্টার্নশিপের সুযোগ জার্মানিতে, থাকছে গবেষণা ও কাজের সুযোগ

কারা আবেদন করতে পারবেন

সরকারি, বেসরকারি ও সিভিল সোসাইটি—যেকোনো ক্ষেত্রে কাজ করা সক্রিয় পরিবর্তনকামী ব্যক্তিরা আবেদন করতে পারবেন। এশিয়া–প্যাসিফিক, আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্র—সব অঞ্চলের আবেদনকারীরাই যোগ্য।

আবেদনের যোগ্যতা

*নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে ( যারা ইতোমধ্যে নিজ দেশে অর্থপূর্ণ অবদান রেখেছেন);

*বয়স ২৪ থেকে ৪৫ বছরের মধ্যে (১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী);

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*ইতিবাচকভাবে নিজ সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠন করার ক্ষমতা এবং প্রবণতা থাকতে হবে;

*নিজ সম্প্রদায় বা দেশে কোনো কাজে নেতৃত্ব দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে;

*প্রোগ্রাম শেষে নিজ দেশে ফিরে গিয়ে উন্নত প্রশিক্ষণ ও দক্ষতার ভিত্তিতে দীর্ঘমেয়াদি কাজ করার মানসিকতা থাকতে হবে;

*সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

*প্রোগ্রাম গ্রহণের পর থেকে ১ মে ২০২৭ পর্যন্ত কোনো নির্বাচনী প্রচারণায় প্রার্থী হিসেবে অংশ নেওয়া যাবে না;

আরও পড়ুন: আমেরিকায় বিনা মূল্যে সামার এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, আবেদন করতে পারবেন ২০-২৫ বছর বয়সী তরুণ-তরুণীরা

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১২ ডিসেম্বর ২০২৫।