০৪ অক্টোবর ২০২৫, ২২:৪৬

এডিবি-জেএসপি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, আবাসনসহ থাকছে নানা সুবিধা

এডিবি-জেএসপি স্কলারশিপে স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। স্কলারশিপটির কেতাবি নাম “এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম”। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) সদস্যভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে।

এডিবি-জেএসপি স্কলারশিপ প্রোগ্রাম (Asian Development Bank–Japan Scholarship Program) একটি যৌথ স্কলারশিপ কর্মসূচি, যা জাপান সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পরিচালনা করে। এই স্কলারশিপের লক্ষ্য হলো উন্নয়নশীল দেশগুলোর মেধাবী ও তরুণ পেশাজীবীদের উন্নত শিক্ষায় সহায়তা করা, যাতে তারা ভবিষ্যতে নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ বিনা বেতনে পড়ালেখার সুযোগ;

*মাসিক আবাসন ভাতা;

*শিক্ষা সরঞ্জাম বাবদ ভাতা;

*হেলথ ইনস্যুরেন্সের সুবিধা;

*বিমান টিকিট;

*রিসার্চ অ্যালাউন্সসহ অন্যান্য সুবিধাও রয়েছে এই স্কলারশিপের আওতায়;

আরও পড়ুন: ফেলোশিপে পিএইচডি করুন হংকংয়ে, থাকছে বার্ষিক বৃত্তি

আবেদনের যোগ্যতা

*বিজ্ঞপ্তিতে উল্লিখিত দেশের নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব থাকা যাবে না;

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে;

*স্নাতক-পরবর্তী দুই বছরের ফুল টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী ও বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে;

*পড়াশোনা শেষে অবশ্যই নিজ দেশে ফেরত যেতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় নথি

*পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও প্রার্থীর ছবি;

*অ্যাকাডেমিক পেপারস;

*বার্ষিক ইনকাম ট্যাক্স সার্টিফিকেট;

*অভিভাবকের ইনকাম ট্যাক্স সার্টিফিকেট;

*ওয়ার্ক এক্সপেরিয়েন্স লেটার;

*দুটি রেফারেন্স লেটার;

*জীবনবৃত্তান্ত (সিভি);

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদন প্রক্রিয়া

আবেদনকারীকে স্নাতকোত্তর শুরু করার পরিকল্পিত সময়ের অন্তত ছয় মাস আগে এই স্কলারশিপের জন্য আবেদন পাঠাতে হবে এবং অবশ্যই আবেদনকারীর পছন্দকৃত বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রক্রিয়া এবং সময়সীমা তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে । 

আবেদন ফরম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।