১০০টি শান্তি ফেলোশিপ দেবে রোটারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০১৯, ০২:৫৭ PM , আপডেট: ০১ মে ২০১৯, ০২:৫৭ PM
প্রতিবছর সারা বিশ্ব থেকে পড়াশোনার জন্য পিস সেন্টারে আসা শিক্ষার্থীদের ১০০টি ফুললি ফান্ডেড ফেলোশিপ দেবে রোটারি। শান্তি ফেলোশিপের জন্য যেকোন দেশের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত রোটারি ১২০০ এর বেশি ফেলোকে ট্রেনিং দিয়েছে।
সুযোগ সুবিধাসমূহ
- মাস্টার্স ডিগ্রির জন্য ৫০টি এবং ৫০টি ফেলোশিপ দেওয়া হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে সার্টিফিকেট স্টাডির জন্য।
- একাডেমিক ট্রেনিং, অনুশীলন ও গ্লোবাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে রোটারি পিস সেন্টার শান্তি প্রতিষ্ঠার জন্য ফেলোদের শান্তি প্রতিষ্ঠার জন্য উপযোগী করে তোলে।
- এই ফেলোশিপের মধ্যে অন্তর্ভুক্ত হলো টিউশন এবং ফিস, থাকার খরচ, যাওয়া-আসার খরচ এবং সব ধরনের ইন্টারর্নশিপ এবং ফিল্ড স্টাডির খরচ।
আবেদনের যোগ্যতা
রোটারি পিস ফেলোশিপের জন্য যে যোগ্যতা প্রয়োজন তা নিচের লিঙ্ক থেকে জানা যাবে- https://www.rotary.org/en/our-programs/peace-fellowships.
আবেদন পদ্ধতি : আবেদন প্রক্রিয়া জানতে আবেদন বাটনে ক্লিক করো।
আবেদনের শেষ তারিখ: মে ৩১, ২০১৯।