২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৭

স্কলারশিপে পড়াশোনার সুযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, আবেদন মাস্টার্স-এমবিএতে

অক্সফের্ডে স্কলারশিপে মাস্টার্স-এমবিএ পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও এমবিএ প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। এই স্কলারশিপের কেতাবি নাম ”পার্শিং স্কয়ার গ্র্যাজুয়েট স্কলারশিপ ”। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৭ জানুয়ারি ২০২৬। 

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত। ধারণা করা হয়, ১১০০ শতাব্দীর শেষ দিকে অথবা ১২০০ শতাব্দীর প্রথমে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বর্তমানে বিশ্বের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃত।

সুযোগ-সুবিধা

*দুই বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি প্রদান করা হবে;

*জীবনযাত্রার ভাতা হিসেবে প্রতি বছর £19,237 পাউন্ড প্রদান করবে;

*নেটওয়ার্কিং ও নেতৃত্ব উন্নয়ন বিষয়ক বিশেষ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ;

*Pershing Square Foundation-এর আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হওয়ার সুযোগ;

আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*অ্যাকাডেমিকভাবে প্রথম শ্রেণির ফলাফল বা সমমানের কৃতিত্ব থাকতে হবে;

*নেতৃত্বের গুণাবলি ও সামাজিক প্রভাব তৈরির প্রত্যয় থাকতে হবে;

*পেশাগত লক্ষ্য এবং বৃত্তির উদ্দেশ্যের মধ্যে সুস্পষ্ট মিল থাকতে হবে; 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

প্রয়োজনীয় কাগজপত্র

*আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*৫০০ শব্দের স্কলারশিপ প্রবন্ধ (“How do you intend to change the world...”);

*দুইটি সুপারিশপত্র;

*পাসপোর্ট সাইজের ছবি;

*বৈধ পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র;

*জীবনবৃত্তান্ত (সিভি); 

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ুন হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৯৮ লাখ টাকা, গবেষণার সুযোগ দুই বছর

অধ্যয়নের ক্ষেত্র

স্নাতকোত্তরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৮০টির বেশি মাস্টার্স লেভেলের কোর্স রয়েছে, যা বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে পড়ানো হয় বা গবেষণাভিত্তিক হয়ে থাকে। সাধারণ ডিগ্রির মধ্যে রয়েছে মাস্টার অব সায়েন্স। এক বছরের কোর্স, সাধারণত ক্লাসরুমভিত্তিক।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী শিক্ষার্থীদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার সময়, ‘Funding’ অংশে Pershing Square Scholarship-এর জন্য বিবেচনার ইচ্ছা প্রকাশ করতে হবে এবং নির্ধারিত প্রবন্ধ জমা দিতে হবে।

আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৭ জানুয়ারি ২০২৬।