ইউনেসকো-সৌদি আরবের আলউলা ফেলোশিপে দুই বছরের গবেষণা ও ভ্রমণের সুযোগ
ইউনেসকো ও কিংডমস ইনস্টিটিউট যৌথভাবে ‘আলউলা ফেলোশিপ প্রোগ্রাম’-এর জন্য আবেদন আহ্বান করেছে। ঐতিহ্য গবেষণা ও সংরক্ষণ বিষয়ে বৈজ্ঞানিক জ্ঞান বৃদ্ধি ও বিশ্ব ঐতিহ্য ব্যবস্থাপনায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এ ফেলোশিপ প্রদান করা হবে। আবেদনের শেষ তারিখ আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫।
সৌদি আরবের দ্য রয়্যাল কমিশন ফর আলউলা (আরসিইউ) ও ইউনেসকোর যৌথ উদ্যোগে পরিচালিত এই ফেলোশিপের ২০২৫ সালের দ্বিতীয় সংস্করণে মোট ১০টি ফেলোশিপ দেওয়া হবে। এর মেয়াদ দুই বছর। নির্বাচিত ফেলোরা গবেষণার পাশাপাশি প্রশিক্ষণ, কর্মশালা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এ সময় প্রয়োজনীয় সহায়তা ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা
*সংস্কৃতি, ঐতিহ্য ব্যবস্থাপনা, স্থাপত্য, নগর-পরিকল্পনা, প্রত্নতত্ত্ব, সংরক্ষণ, জাদুঘর ব্যবস্থাপনা, সাংস্কৃতিক নীতি, নৃবিজ্ঞান, শিল্প ইতিহাস, শিল্প ব্যবস্থাপনা, সৃজনশীল শিল্প, আন্তর্জাতিক সম্পর্ক, সামাজিক ও মানববিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*বয়স ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে (আবেদনের সময়);
*ইংরেজি ভাষায় মৌখিক ও লিখিত দক্ষতা থাকতে হবে;
*ইউনেসকোর অন্যান্য দাপ্তরিক ভাষা (আরবি, চায়নিজ, ফরাসি, রাশিয়ান, স্প্যানিশ) জানলে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে;
আরও পড়ুন: জেনে নিন বিশ্বের জনপ্রিয় কয়েকটি ইন্টার্নশিপ সম্পর্কে
প্রয়োজনীয় কাগজপত্র
*জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা);
*সর্বোচ্চ ডিপ্লোমা বা ডিগ্রির প্রত্যয়িত কপি;
*ইংরেজিতে পূরণকৃত আবেদনপত্র;
*ইংরেজিতে লেখা প্রেরণাপত্র (সর্বোচ্চ এক পৃষ্ঠা);
*ইংরেজিতে প্রস্তুত প্রস্তাবপত্র (সর্বোচ্চ তিন পৃষ্ঠা, পিডিএফ);
আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে
আবেদন প্রক্রিয়া
প্রয়োজনীয় কাগজপত্রসহ ই–মেইল (alulafellowship@unesco.org) ঠিকানায় আবেদন পাঠাতে হবে।
ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫।