স্কলারশিপে উচ্চশিক্ষা দক্ষিণ কোরিয়ায়, বছরে মিলবে ১৪ লক্ষাধিক টাকা, আবেদন করুন দ্রুতই
দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতকোত্তর এবং পিএইচডি প্রোগ্রামে শতভাগ স্কলারশিপের সুযোগ দিচ্ছে। ‘ইউএসটি স্কলারশিপ’-এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবেদন করতে কোনো ফি লাগবে না। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ মে ২০২৫।
ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইউএসটি) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৩ সালে দেশটির বিজ্ঞান মন্ত্রণালয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা—
*স্নাতকোত্তরে প্রতি মাসে দেবে ১০০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ২১ হাজার ৮৫২ টাকা);
*পিএইচডিতে প্রতি মাসে দেবে ১৩০০ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা);
*কোনো আবেদন ফি লাগবে না;
*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;
*দুর্ঘটনা, মেডিকেল চেকআপ, ই-লাইব্রেরি, কাউন্সেলিং ইত্যাদির জন্য সহায়তা দেবে;
*বিনা মূল্যে কোরিয়ান ভাষা শেখার সুযোগ আছে;
আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;
*ইংরেজি ভাষাদক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;
*নেতৃত্বের দক্ষতাকে প্রধান্য দেবে;
আরও পড়ুন: আইডিবি স্কলারশিপ: বিনা মূল্যে ইয়ং প্রফেশনালস প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ
দরকারি নথিপত্র—
*গবেষণা প্রস্তাব;
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*মাস্টার্সের থিসিস;
*সুপারিশপত্র;
*পাসপোর্টের কপি;
*পাসপোর্ট সাইজের ছবি;
আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে পড়ুন চীনের জিয়াংসু বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন যেভাবে—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
অধ্যয়নের বিষয়সমূহ সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৭ মে ২০২৫।