উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে আয়ারল্যান্ড সরকার, বছরে দেবে সাড়ে ১২ লাখ টাকা
ইউরোপের অন্যতম ধনী দেশ আয়ারল্যান্ড। দেশটি বর্তমানে সারা বিশ্বের শিক্ষার্থীদের জনপ্রিয় একটি গন্তব্য। আন্তর্জাতিকমানের শিক্ষাব্যবস্থা, তুলনামূলক কম খরচ, এবং সংস্কৃতি ও উদ্ভাবনের সমৃদ্ধ পরিবেশ দেশটিকে শিক্ষার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।
আয়ারল্যান্ড সরকার বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে পড়ার সুযোগ দিচ্ছে। আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পাবেন। বিশ্বের অন্য দেশের শিক্ষার্থীদের মতো বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ মার্চ ২০২৫।
আয়ারল্যান্ডের অফিসিয়াল নাম ‘রিপাবলিক অফ আয়ারল্যান্ড।’ দেশটিতে প্রধান ভাষা হিসেবে ব্যবহার হয় আইরিশ এবং ইংরেজিকেই। আয়ারল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর হলো ডাবলিন, যা ঐতিহ্য, সংস্কৃতি, এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। এই দেশে ইউরো (€) মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়।
সুযোগ-সুবিধা—
*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;
*বছরে ১০ হাজার ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ ৩৮ হাজার ৮০০ টাকা) প্রদান করবে;
*স্কলারশিপ দেবে ১ বছরের জন্য;
*গবেষণা ব্যয়সহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করবে;
আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার
আবেদনের যোগ্যতা—
আয়ারল্যান্ড গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আবেদনকারীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে,
*স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;
*স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
*পিএইচডির জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে;
*উচ্চতর যোগাযোগদক্ষতা থাকতে হবে;
*সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে;
*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা মানদণ্ড রয়েছে;
*বিশ্ববিদ্যালয়গুলোর প্রয়োজনীয়তা/মানদণ্ড পূরণ করতে হবে;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও
প্রয়োজনীয় নথি—
*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);
*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*রিকমেন্ডেশন লেটার;
*মোটিভেশন লেটার;
আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক
আবেদন প্রক্রিয়া—
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এখানে ক্লিক করুন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৫ মার্চ ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।