ফুলব্রাইট স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

ফুলব্রাইট স্কলারশিপে মাস্টার্স এবং পিএইচডি করতে চাইলে আবেদনের প্রস্তুতি নিন এখনই
ফুলব্রাইট স্কলারশিপে মাস্টার্স এবং পিএইচডি করতে চাইলে আবেদনের প্রস্তুতি নিন এখনই  © সংগৃহীত

সারা বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের কাছে বিদেশে পড়াশোনা একটি বড় স্বপ্ন, এবং সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে স্কলারশিপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এটি কম গুরুত্বপূর্ণ নয়। আর সেই স্কলারশিপ যদি হয় যুক্তরাষ্ট্রের ফুলব্রাইট স্কলারশিপ। তাহলে আগ্রহ বেড়ে যায় বহুগুণে। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকারের মাধ্যমে এই স্কলারশিপ প্রদান করা হয়, যা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সাহায্য করে।

এই স্কলারশিপের আওতায় স্নাতক শেষ করা শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পেয়ে থাকেন। আগামী এপ্রিল মাস থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আবেদনপ্রক্রিয়া শুরু হবে। তবে দেশ ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা থাকে।

ফুলব্রাইট ফরেইন স্টুডেন্ট প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় ৪ হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান।

সুযোগ-সুবিধা—

*জে-১ ভিসার সহায়তা দেবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*টিউশন ফি প্রদান করবে;

*থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি দেবে;

*বইপত্র কেনার জন্য ভাতা প্রদান করবে;

*স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা দেবে;

*ভ্রমণ ও লাগেজ ভাতা দেবে;

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, থাকছে ৫৫ লাখ টাকা বৃত্তি

আবেদনের যোগ্যতা—

*বাংলাদেশের স্বীকৃত সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি কিংবা বর্তমানে আমেরিকায় কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি নন;

*বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশ থেকে আগে স্নাতকোত্তর ডিগ্রি নেননি (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন, তারা যোগ্য বলে বিবেচিত হবেন);

*যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক, সে বিষয়ের সঙ্গে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছর পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। টোফেল আইবিটিতে ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম ৭ স্কোর থাকতে হবে;

*আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিক হতে হবে;

*সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

প্রয়োজনীয় নথিপত্র—

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র;

*তিনটি সুপারিশপত্র;

*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে);

*টোফেল/আইইএলটিএস স্কোর;

*যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোরও থাকা আবশ্যক। যদি কোনো আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদের সে পরীক্ষায় প্রাপ্ত নম্বরসংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সঙ্গে জমা দিতে হবে;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই বিনা মূল্যে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, স্কলারশিপ ৭০০-এর অধিক

আবেদন যেভাবে—

অনলাইন আবেদন করতে পারবেন। আবেদন করতে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ।

আরও বিস্তারিত জানতে ঢাকার আমেরিকান দূতাবাসের কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানার ই-মেইলে (sultanaR1@state.gov) যোগাযোগ করা যেতে পারে।


সর্বশেষ সংবাদ