বিনা মূল্যে ইন্টার্নশিপ করুন জাপানে, প্রতি কর্মদিবসে থাকছে ২৪০০ ইয়েন

তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ জাপানের বিশ্ববিদ্যালয়ে
তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ জাপানের বিশ্ববিদ্যালয়ে  © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল ২০২৫।

এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।

সুযোগ-সুবিধা—

*প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৮৫৫ টাকা) দেবে;

*বিমানে আসা-যাওয়ার খরচ দেবে;

*বিনা মূল্যে চিকিৎসাবিমা সুবিধা দেবে;

*ফ্রি ভিসা-সাপোর্ট সুবিধা;

*আবাসন ব্যবস্থা থাকবে;

আরও পড়ুন: স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;

*স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে;

প্রয়োজনীয় নথিপত্র—

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ;

*সুপারিশ লেটার;

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 


সর্বশেষ সংবাদ