২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:১২

আইফেল স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ফ্রান্সে, মাসে মিলবে ১ লাখ ৪৯ হাজার টাকা

আইফেল এক্সিলেন্স স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে ফ্রান্স  © প্রতীকী ছবি

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্স। আইফেল স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৮ জানুয়ারি ২০২৫।

‘আইফেল এক্সিলেন্স স্কলারশিপ’ ফ্রান্সের ইউরো অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম। এ স্কলারশিপ শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা অর্জনে ইন্টার্নশিপের সুযোগ দেয়। ইন্টার্নশিপে ইচ্ছুক শিক্ষার্থীদের নিজেদের প্রতিষ্ঠান থেকে আবেদনের মাধ্যমে একটি চুক্তি সম্পন্ন করতে হয়।

সুযোগ-সুবিধাসমূহ—

*মাসিক ভাতা বাবদ ১,১৮১ ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ১ লক্ষ ৪৯ হাজার ২৭৮ টাকা) দেবে;

*আবাসন ভাতা প্রদান করবে;

*যাওয়া-আসার বিমান খরচ দেবে;

*স্বাস্থ্য বীমা ও অন্যান্য ভাতা দেবে;

*স্নাতেকোত্তরের জন্য ১ থেকে ৩ বছর পর্যন্ত এ স্কলারশিপ দেয়া হবে;

আরও পড়ুন: সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে বৃত্তি, পাবেন ৬০ লক্ষাধিক টাকা

আবেদনের যোগ্যতা—

*উন্নয়নশীল দেশের নাগরিকদের স্নাতকোত্তরে আবেদনে বয়স ২৫–এর ওপরে হতে হবে;

*আগে কেউ স্কলারশিপ পেয়ে থাকলে দ্বিতীয়বার আবেদন করতে পারবেন না;

*ফ্রান্সের কোনো নাগরিক এই স্কলারশিপে আবেদন করতে পারবেন না;

*ইংরেজি বা ফ্রেঞ্চ ভাষায় দক্ষ হতে হবে; 

*আইইএলটিএস স্কোর অথবা ফ্রেঞ্চ ভাষা দক্ষতার সনদ জমা দিতে হবে;

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়

আবেদন যেভাবে—

ফরাসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে দুটি ধাপে আবেদন করা যাবে। প্রথমে প্রার্থীকে ফ্রান্সের কিছু নামকরা বিশ্ববিদ্যালয়ে সরাসরি আবেদন করতে হবে। আবেদনের জন্য ফর্ম পূরণ করার সময়ই উল্লেখ করবে যে, আইফেল স্কলারশিপ এর জন্য তিনি আবেদন করতে চান। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবেদনকারীকে জানিয়ে দেবে যে তিনি স্কলারশিপ পেয়েছে কি না।

প্রসঙ্গত, এ স্কলারশিপে শিক্ষার্থী সরাসরি আবেদন করতে পারবেন না। তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা ফ্রেঞ্চ হায়ার এডুকেশন ইনস্টিটিটিউশন্সের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৮ জানুয়ারি ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।