বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। ‘নটিংহাম ডেভেলপিং সলিউশন স্কলারশিপ’-এর আওতায় বাংলাদেশ, ভারত, আফ্রিকা বা কমনওয়েলথভুক্ত দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৬ এপ্রিল ২০২৫।
নটিংহাম বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়। নটিংহামের প্রধান ক্যাম্পাস (বিশ্ববিদ্যালয় পার্ক) ও টিচিং হাসপাতাল (কুইন্স মেডিক্যাল সেন্টার) নটিংহাম শহরের বহির্ভাগে অবস্থিত।
নটিংহামশায়ার ও ডার্বিশায়ারে বিশ্ববিদ্যালয়টির অসংখ্য ছোট ক্যাম্পাস ও সাইট রয়েছে। যুক্তরাজ্যের বাইরে মালয়েশিয়ার সেমেনিয়াহ ও চীনের নিংবোতেও এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে। নটিংহামে পাঁচটি অনুষদ রয়েছে, যার মধ্যে পঞ্চাশের অধিক বিদ্যালয়, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্র রয়েছে।
স্নাতকোত্তর করা যাবে যেসব বিষয় বা অনুষদে—
*প্রকৌশল অনুষদ;
*মেডিসিন ও স্বাস্থ্যবিজ্ঞান অনুষদ;
*বিজ্ঞান অনুষদ;
*সামাজিক বিজ্ঞান অনুষদ;
সুযোগ-সুবিধা—
এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ বা অর্ধেক মওকুফ করা হবে;
যেসব দেশ আবেদন করতে পারবে—
আফ্রিকা (সব জাতি), অ্যাঙ্গুলা, এন্টিগা ও বারমুডা, বাংলাদেশ, বারবাডোজ, বেলিজ, বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ব্রুনেই, কেম্যান আইল্যান্ডস, ডোমিনিকা, ফকল্যান্ড আইল্যান্ডস, ফিজি, জিব্রাল্টার, গ্রানাডা, গায়ানা, ভারত, জামাইকা, কিরিবাতি, মালয়েশিয়া, মালদ্বীপ, মন্টসেরাত, নাউরু, নেপাল, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, পিটকেইন আইল্যান্ডস, সামোয়া, সোলোমন আইল্যান্ডস, শ্রীলঙ্কা, সেন্ট হেলেনা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডিনস, টোংগা, ত্রিনিদাদ ও টোবাগো, ট্রিসটান দা কুনহা, তুর্ক ও কেইকস আইল্যান্ডস, টুভালু এবং ভানুয়াতু।
আরও পড়ুন: সৌদি ফাউন্ডেশন শিক্ষা ও গবেষণায় দিচ্ছে বৃত্তি, পাবেন ৬০ লক্ষাধিক টাকা
আবেদনের যোগ্যতা—
*ওপরে উল্লেখিত দেশের নাগরিক হতে হবে;
*আন্তর্জাতিক ও নতুন শিক্ষার্থী হতে হবে;
*স্কলারশিপে আবেদন করতে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি হতে হবে;
*নটিংহাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী বা সেখান থেকে স্নাতক করা কেউ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ এপ্রিল ২০২৫;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।