১৬ মার্চ ২০২৪, ১৫:০৮

টিউশন ফি ছাড়াই স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়

স্নাতক ও স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে ইতালির বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের চার বছর মেয়াদি স্নাতক ও এক অথবা দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ বিনামূল্য অধ্যায়নের সুযোগ দিচ্ছে ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মে ২০২৪ (স্নাতক) এবং ৩০ এপ্রিল ২০২৪ (স্নাতকোত্তর)।   

বোলোগনা বিশ্ববিদ্যালয় ইতালির বোলোগনা রাজ্যে অবস্থিত। এটি একটি প্রাচীন রিসার্চ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ১০৮০ সালে প্রতিষ্ঠিত হয়।

সুযোগ-সুবিধাসমূহ
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি বছর উপবৃত্তি প্রদান করবে।

যোগ্যতা
* আবেদনের সময়সীমার মধ্যে অবশ্যই এসএটি, জিআরই বা টিওএলসি পরীক্ষা দিতে হবে।
* আবেদনকারীর বয়স ৩০ বছরের নিচে হতে হবে।
* স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক,  স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রীধারী হতে হবে।
* একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর ও পিএইচডি করুন রোমানিয়ায়, প্রতিমাসে থাকছে ১৯ হাজার টাকা

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন