স্কলারশিপ নিয়ে পড়ুন বেলজিয়ামের ‘কে ইউ লিউভেন ইউনিভার্সিটিতে’

কে ইউ লিউভেন ইউনিভার্সিটি
কে ইউ লিউভেন ইউনিভার্সিটি  © সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ইউরোপের অন্যতম উন্নত দেশ বেলজিয়াম। বর্তমানে ইউরোপীয় সমাজ ব্যবস্থা, দৃঢ় অর্থনীতি ও মানসম্পন্ন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আদর্শ একটি দেশ এটি। অন্যান্য দেশের থেকে তুলনামূলক কম খরচে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদান করে থাকে ইউরোপের এ দেশ। বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রদান করে থাকে। 

তেমনিভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে বেলজিয়ামের কেইউ লিউভেন ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়  ১৫ ফেব্রুয়ারি ২০২৪। 

বেলজিয়ামের ‘কে ইউ লিউভেন ইউনিভার্সিটিতে’ ১৪২৫ সাল থেকে পড়ানো হয় প্রাকৃতিক বিজ্ঞান। ১৮১৭ সালে বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স অ্যাট লিউভেন বিজ্ঞান অনুষদ প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টিতে প্রাকৃতিক বিজ্ঞান ছাড়াও ইঞ্জিনিয়ারিং, কলা, মেডিসিন, আইন এবং সামাজিক বিজ্ঞানসমূহ পড়ানো এবং গবেষণা করা হয়।

যে-সব বিষয়ে আবেদন করা যাবে: রসায়ন, ভূগোল, পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান।

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই সুইজারল্যান্ডে ফেলোশিপের সুযোগ

সুযোগ সুবিধাসমূহ:- 
*বাৎসরিক ১২ হাজার ইউরো প্রদান করবে।
*স্বাস্থ্যবীমা প্রদান করবে।
*আবাসন সুবিধা প্রদান করবে। 
*বেশিরভাগ স্নাতকোত্তর প্রোগ্রামই দুই বছর ব্যাপী। দ্বিতীয় বছরও বৃত্তি দেওয়া হবে, যদি প্রথম বছরের ফলাফল হয় অসাধারণ।

আবেদনের যোগ্যতা:- 
*স্নাতক ডিগ্রিধারী হতে হবে।  
*একাডেমিক ফলাফল ভালো হতে হবে। 
*আবেদনকারী ইতোমধ্যে কোনো মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি অর্জন করেনি, এমন হতে হবে।
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

আবেদন পদ্ধতি: 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।


সর্বশেষ সংবাদ