১৯ নভেম্বর ২০২৩, ১১:২৯

আইইএলটিএস ছাড়াই সুইজারল্যান্ডে ফেলোশিপের সুযোগ

সুইজারল্যান্ড  © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরে পড়ুয়া শিক্ষার্থীদের বিনা খরচে ফেলোশিপ করার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডি লাউসেন (ইপিএফএল)। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপ করতে পারবেন। আবেদনের শেষ সময় চলতি বছরের ১ ডিসেম্বর ২০২৩।

বিএসসি, বিটেক, এমএসসি, এমটেক, বা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশনস, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সমতুল্য প্রোগ্রামগুলিতে স্নাতক বা স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। এ ফেলোশিপের আইইএলটিএস বো টোয়েফল স্কোরের প্রয়োজনীয়তা নেই।

সুযোগ-সুবিধাসমূহ:- 
• মাসিক ভাতা ১৮০০ সুইস ফ্রাংক ( বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ ২৩ হাজার টাকা) প্রদান করবে। 
• আবাসনের সুবিধা প্রদান। 
• ভ্রমণ ভাতা প্রদান করা হবে।
• ফ্রি এয়ার টিকেট এর সুবিধা প্রদান (ইকোনমি ক্লাস)। 
• গবেষণা ভাতা ৩২০০ সুইস ফ্রাঙ্ক ( বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ টাকা) প্রদান করবে।

আরও পড়ুন: উচ্চশিক্ষায় স্বপ্ন যাদের জার্মানি

যোগ্যতাসমূহ:-   
• স্নাতক ডিগ্রিধারী হতে হবে। অথবা স্নাতক প্রোগ্রামের কমপক্ষে ১ম বছর শেষ করতে হবে। 
• পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন না।
• একাডেমিক ফলাফল হতে হবে। 
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 
• ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে, এমন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

প্রয়োজনীয় নথিপত্র:- 
• আবেদনকারীর সিভি। 
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• দুইটি রেফারেন্স লেটার । 
• মোটিভেশন লেটার।

আবেদন প্রক্রিয়া:- 
অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।