ইরাসমাস বৃত্তির তালিকায় বাংলাদেশ তৃতীয়

ইরাসমাস বৃত্তির তালিকায় বাংলাদেশ তৃতীয়
ইরাসমাস বৃত্তির তালিকায় বাংলাদেশ তৃতীয়  © সংগৃহীত

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ ইউরোপের মর্যাদাপূর্ণ উচ্চতর স্টাডি প্রোগ্রাম। এটি ইউরোপের তীব্র প্রতিযোগিতাপূর্ণ স্কলারশিপও। বাংলাদেশ থেকে শিক্ষার্থীরা যে কয়টি মর্যাদাপূর্ণ স্কলারশিপ নিয়ে বাইরে মাস্টার্স করতে যান, ইরাসমাস মুন্ডাস মাস্টার্স স্কলারশিপ তার মধ্যে অন্যতম। স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ইউরোপের বিভিন্ন দেশে বিনামূল্যে পড়ার সুযোগ দেয় ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ।

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার তহবিল জোগাতে ইউরোপীয় কমিশন দেয় এ বৃত্তি। চলতি বছর ১৪৩ দেশের ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পেয়েছেন। যার মধ্যে সবচেয়ে এগিয়ে পাকিস্তানের শিক্ষার্থীরা। তবে সবচেয়ে বেশি বৃত্তি পাওয়া ২০ টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ । এবছর ১৪০ জন শিক্ষার্থী এতে সুযোগ পেয়েছেন।

বৃত্তি পাওয়া প্রথম ২০ দেশের পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৯২টি বৃত্তি পেয়েছেন পাকিস্তানের শিক্ষার্থীরা। আর ১৭৪ বৃত্তি পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এরপরই বাংলাদেশ। বৃত্তি পাওয়াদের তালিকায় মেক্সিকো থেকে ১১৮, নাইজেরিয়া থেকে ১০৯, ব্রাজিল থেকে ৯৬, স্পেন ৭৩, কলম্বিয়া ও ফিলিপাইন থেকে পেয়েছেন সমান ৭২ জন, মিসর ৭০, ইতালি ৬৯, ইন্দোনেশিয়া ৬৮, চীন ৬৫, যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৬০, জার্মানি ও ইথিওপিয়া ৫৩টি করে, তুরস্ক ৫২টি ও কাজাখস্তান ৫১টি বৃত্তি পেয়েছে।

এ বৃত্তিতে বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে বলে মনে করেন বাংলাদেশ শাখার গণযোগাযোগ সমন্বয়ক তাহমিদা শামসুদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশের সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে এই বৃত্তির তথ্য আমরা তুলে ধরি। আবেদনপ্রক্রিয়া থেকে শুরু করে এই বৃত্তির সুযোগ-সুবিধাগুলো সম্পর্কে তাঁদের জানাই। বাংলাদেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহ জোগানো আমাদের প্রধান লক্ষ্য। 

আরও পড়ুন: ইরাসমাস স্কলারশিপে আবেদনের জন্য প্রাথমিক তথ্য জেনে নিন

তিনি আরও বলেন, ‘অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা এই বৃত্তির তথ্য আরও বেশি শিক্ষার্থীর কাছে পৌঁছে দিচ্ছি। বিভিন্ন ক্যাম্পাসে আমাদের অনলাইন ও অফলাইন কার্যক্রমের ফলে শিক্ষার্থীরা এই বৃত্তি সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারছেন এবং আবেদন করতে আগ্রহী হচ্ছেন।’

erasmus-mundus

ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের আওতায় তিনশ’র অধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় ২৮৫টি প্রোগ্রামে ২০ হাজারের মতো শিক্ষার্থী ও ১৫০০ জনের মতো পিএইচডি শিক্ষার্থী প্রতি বছর উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পায়। এই বৃত্তির মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ মিলবে।

জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে ৪ সেমিস্টার ভিন্ন দেশে ভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ রয়েছে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার্স ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে। নির্দিষ্ট শিক্ষাবর্ষে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপের জন্য আবেদনের সময় প্রোগ্রামের ওপর নির্ভর করবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অক্টোবর থেকে জানুয়ারি বা মার্চের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ হয়ে থাকে।


সর্বশেষ সংবাদ