৩১ জুলাই ২০২৩, ১০:৫৭

স্নাতক শিক্ষার্থীদের বৃত্তি দেবে আল–আরাফাহ ইসলামী ব্যাংক

স্নাতক শিক্ষার্থীদের বৃত্তি দেবে আল–আরাফাহ ইসলামী ব্যাংক  © সংগৃহীত

বেসরকারি আল–আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আর্থিক সহায়তা দিতে শিক্ষাবৃত্তি দিচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে ৩১ জুলাইয়ের মধ্যে লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের যোগ্যতা

* ২০২১ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

* বিভাগীয় শহর/সিটি করপোরেশন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৫ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ৪.৮০ থাকতে হবে। কিন্তু সিটি করপোরেশন এলাকার বাইরের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জিপিএ–৪.৮০ ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ৪.৫০ পেতে হবে;

* ২০২১–২২ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী আবেদন করতে পারবেন।

* যেসব শিক্ষার্থী সরকারি বৃত্তি ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠান থেকে বৃত্তি পাচ্ছেন তারা আবেদন করতে পারবেন না।

* যেসব শিক্ষার্থীর অভিভাবকের মাসিক আয় ২০,০০০ টাকার বেশি তারা আবেদন করতে পারবেন না।

বৃত্তির পরিমাণ ও সময়কাল

স্নাতক শিক্ষার্থীদের ৩–৫ বছর প্রতিমাসে ৩,৫০০ টাকা করে দেওয়া হবে। এককালীন অনুদান হিসেবেও দেওয়া হবে ৮,০০০ টাকা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রাইম ব্যাংক ফাউন্ডেশন

অন্যান্য শর্ত

* গ্রামীণ, অনগ্রসর, আদিবাসী এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ বৃত্তি নির্ধারিত থাকবে।

* প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ৫ শতাংশ সংরক্ষিত থাকবে।

* বৃত্তির জন্য চূড়ান্ত মনোনীত প্রার্থীদের অর্থ গ্রহণের আগে ২০২১–২২ শিক্ষাবর্ষে সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক বা সমমান পর্যায়ে ভর্তির প্রমাণপত্র আল–আরাফাহ ব্যাংকে উপস্থাপন করতে হবে।

শিক্ষার্থীরা এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন