এইচএসসি শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহজালাল ব্যাংক ফাউন্ডেশন
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ২০২২ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করবে। এটি শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতাধীন। শিক্ষার্থীদের এইচএসসি বা সমমান অধ্যয়নরত হতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মে পর্যন্ত।
শর্তাবলী
* আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।
* যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ১ লাখ ৫০ হাজার টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না।
* আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা sjiblbd.com/download/scholarshipform2022.pdf থেকে সংগ্রহ করা যাবে।
* আবেদনের শেষ তারিখ ১৫ মে ২০২৩। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইটে sjiblbd.com
আরও পড়ুন: সরাসরি কমিশন্ড অফিসার নেবে নৌবাহিনী, জুলাইয়ে শেষ আবেদন
বৃত্তির জন্য শিক্ষাগত যোগ্যতাঃ
বিজ্ঞান বিভাগ: বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে জিপিএ-৫.০০। সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে জিপিএ-৪.৮০।
অন্যান্য বিভাগ: বিভাগীয় শহর/সিটি কর্পোরেশন এলাকার শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে জিপিএ-৫.০০। সিটি কর্পোরেশন এলাকার বাহিরের শিক্ষা প্রতিষ্ঠান-এর ক্ষেত্রে জিপিএ-৪.৮০।