চুয়েট শিক্ষার্থীদের নরওয়ের বিশ্ববিদ্যালয় স্কলারশিপ, মাসে থাকছে লাখ টাকা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় কর্তৃক চলমান কেয়ার প্রকল্পের আওতায় ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন স্কলারশিপের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ ও তড়িৎ কৌশল বিভাগের স্নাতক শেষ অথবা মার্চ ২০২৩ এ তত্ত্বীয় কোর্সসমূহ সম্পন্ন এমন ছাত্র-ছাত্রীরা ২ বছরের মাস্টার্স প্রোগ্রামে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয় মাস্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রামে ৫ মাস (আগস্ট ২০২৩ - ডিসেম্বর ২০২৩) এবং ২ বছরের (আগস্ট ২০২৩ থেকে জুলাই ২০২৫) ভিন্ন দুই মেয়াদে পূর্ণকালীন স্কলার প্রদান করার নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিনামূল্যে জাপানে ফেলোশিপের সুযোগ, সঙ্গে থাকছে ২ লাখ টাকা
৫ মাসের সেমিস্টার প্রোগ্রামে আবেদনের জন্য যন্ত্রকৌশল বিভাগ/ তড়িৎ কৌশল বিভাগ অথবা ইনস্টিটিউট অব এনার্জি বিভাগের পিএইচডি অথবা মাস্টার্স কোর্সে অধ্যয়নরত থাকবে হবে।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থী বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে ১১৫০০ নরওয়েজিনার ক্রোনার এবং যাতায়াতের জন্য বিমান টিকিট প্রাপ্ত হবেন।