নিড ব্লাইন্ড স্কলারশিপের খুঁটিনাটি বিষয়সমূহ
বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ বর্তমানে প্রায় সকল শিক্ষার্থীর নিত্যদিনের স্বপ্ন। মোটামুটি উচ্চশিক্ষায় আগ্রহী একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার পর থেকেই সকল বিষয়ে খোঁজখবর নেওয়া শুরু করে দেয়।বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপ গুলোতে স্কলারশিপ সম্পর্কিত নানান বিষয় জানতে চায়। যেমন , কোন দেশে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ ভালো পাওয়া যায়, জিজ্ঞাসার ঝড় বয়ে যায়, পার্টটাইম কাজের সুযোগ আছে কিনা, আবার কোন বিশ্ববিদ্যালয়গুলো নিড ব্লাইন্ড ইত্যাদি বিষয় জানতে চায়। আজ আমরা উচ্চশিক্ষার নিড ব্লাইন্ড স্কলারশিপের খুঁটিনাটি বিষয়গুলো জানবো।
নিড ব্লাইন্ড স্কলারশিপ কী
একজন শিক্ষার্থী আর্থিকভাবে কতটা সক্ষম সে বিষয় বিবেচনা করে না বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন দেয়ার ক্ষেত্রে মেধা এবং যোগ্যতাকেই প্রাধান্য দেওয়ার মাধ্যমে ফিন্যান্সিয়াল এইড প্রদান করাই হচ্ছে নিড ব্লাইন্ড অ্যাডমিশন।
নিড ব্লাইন্ড প্রক্রিয়ায় নির্দিষ্ট কিছু বিশ্ববিদ্যালয় আবেদনপত্র যাচাই-বাছাইয়ের সময় আপনি আর্থিকভাবে কতটা সক্ষম, সে বিষয় বিবেচনা করে না; বরং আপনার মেধা ও যোগ্যতাকেই ভর্তির মূল মাপকাঠি হিসেবে দেখা হয়। অর্থের বিষয়টি বিবেচ্য হয় সবার শেষে।
তবে নিড ব্লাইন্ড অ্যাডমিশন মানে আপনার পুরো টিউশন ফি মওকুফ হয়ে যাওয়া না। নিড ব্লাইন্ড বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে আর্থিক সহায়তা দেবে ঠিকই, কিন্তু বিনা মূল্যে পড়াবে না। তবে তা আপনার মা-বাবার বার্ষিক আয়ের ওপর ভিত্তি করেই।
বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ই বিভিন্ন সময়ে ভর্তি নেওয়া শিক্ষার্থীদের নিড ব্লাইন্ড অ্যাডমিশন দেয়; অর্থাৎ একটি সেশনের জন্য তারা যতজনকে ভর্তি করবে, তাদের সবাইকে ফিন্যান্সিয়াল এইড দিয়ে আর্থিকভাবে সহায়তা করবে। তবে যে কেউ চাইলেই সেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না। কারণ এসব জায়গায় তুখোড় মেধাবী না হলে সুযোগ পাওয়া বেশ মুশকিল।
আরও পড়ুন: কার্টুন বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ।
যেসকল বিশ্ববিদ্যালয়গুলো নিড ব্লাইন্ড স্কলারশিপ প্রদান করে থাকে:
• হার্ভার্ড ইউনিভার্সিটি
• ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
• প্রিন্সটন ইউনিভার্সিটি
• এমহার্স্ট কলেজ
• ইয়েল ইউনিভার্সিটি
• ব্রাউন ইউনিভার্সিটি
• এডরিয়ান ইউনিভার্সিটি
• ব্যাবসন কলেজ
• বোস্টন ইউনিভার্সিটি
• ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
• কর্নেল ইউনিভার্সিটি
• ডিউক ইউনিভার্সিটি
• গ্রিনেল ইউনিভার্সিটি
• হ্যাভারফোর্ড কলেজ
• নর্থ সেন্ট্রাল কলেজ
• স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি
• সোয়ার্টমোর্থ কলেজ
• ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া
• ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া
• ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি
এই বিশ্ববিদ্যালয়গুলোর বাইরেও অনেক বিশ্ববিদ্যালয়ই রয়েছে যারা নিড-ব্লাইন্ড অ্যাডমিশনের সুবিধাটি দিয়ে থাকে।
নিড ব্লাইন্ড স্কলারশিপের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:
• এইচএসসি/এ-লেভেলে ভালো ফলাফল।
• স্যাট স্কোর (১৪৯০-১৬০০)।
• আইইএলটিএস বা টোফেল স্কোর।
• রিকমেন্ডেশন লেটার।
• সহশিক্ষা কার্যক্রম সনদ।
• সামাজিক বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের সনদ।
• গণিত অলিম্পিয়াড, পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডসহ বিভিন্ন মেধাবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা।