কার্টুন বানিয়ে ৫০ হাজার টাকা জেতার সুযোগ

কার্টুন প্রতিযোগিতা
কার্টুন প্রতিযোগিতা  © লোগো

সম্প্রতি রাজনৈতিক বিষয় নিয়ে কার্টুন ওয়ার্কশপ ও প্রদর্শনীর আয়োজন করেছে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম ‘ইয়ারকি’। 

যারা চিত্র বা কার্টুন নিয়ে কাজ করেন অনেকসময় একটা ঘটনা দেখলেই আঁকতে মন চায়। কিন্তু কিছু একটা ভেবে আবার থেমে যেতে হয়। বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে। কারণ এসব বিষয় কিছুটা গুরুতরভাবে নেয়া হয়। এখন পলিটিক্যাল কার্টুন আঁকা-আঁকি হয় না বললেই চলে। আর তাই এ বিষয় নিয়ে আলাপচারিতার জন্য ‘ইয়ারকি’ শুরু করছে তরুণ কার্টুনিস্ট হান্ট ও তিনদিনব্যাপী ওয়ার্কশপ। সাথে থাকছে বাংলাদেশের রাজনৈতিক কার্টুনের বিশেষ প্রদর্শনী।

ওয়ার্কশপ পরিচালনা করবেন: • রফিকুন নবী, শিশির ভট্টাচার্য্য, আহসান হাবীব, মেহেদী হক, নাসরীন সুলতানা মিতু • আফসান চৌধুরী, আনিসুল হক, মাহা মির্জা, মিরাজ আহমেদ চৌধুরী সিমু নাসের।

কার্টুন পাঠানোর নিয়মাবলী: কার্টুন আঁকার বিষয় 'পলিট্রিক্স'। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও রাজনীতিবিদদের যেসব ট্রিক্স আপনার চোখে ধরা পড়ে তা নিয়ে নির্ভয়ে এঁকে ফেলুন আপনার কার্টুন। নির্ভয়ে বলছি এ কারণে, আপনার অনুমতি ছাড়া এইসব কার্টুন কোথাও প্রকাশিত হবে না। এখানে দেখা হবে কার্টুন বিষয়ে আপনার ভাবনা কেমন। 'পলিট্রিক্স' বিষয়ে আপনার আঁকা কার্টুন দেখে জুরি বোর্ড আপনাকে কার্টুন ওয়ার্কশপের জন্য নির্বাচিত করবেন। 

পুরস্কার হিসেবে থাকছে: 

১ম: ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট
২য়: ৩০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট
৩য়: ২০ হাজার টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট
৪র্থ-৭ম: বিশেষ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট

এছাড়া ওয়ার্কশপে অংশগ্রহণকারী সবাই পাবেন সার্টিফিকেট।
       
কার্টুন পাঠানোর আগে জেনে রাখা ভালো—

১. ডিজিটাল ফরম্যাট: সকল প্রতিযোগীকে কার্টুন JPG/JPEG/PNG/PDF—এর যে কোনো একটি ফরম্যাটে ফাইল সাবমিট করতে হবে। রেজুলেশন কমপক্ষে 300dpi হতে হবে। কার্টুনের সাইজ কোনো অবস্থাতেই 7MB (৭ মেগাবাইট) এর বেশি হওয়া যাবে না।

২. হার্ড কপি: কার্টুনের হার্ড কপি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটের নিয়ম অনুযায়ী সাবমিট করতে হবে।

৩. সাইজ: কার্টুনের সাইজ হতে হবে ৮ ইঞ্চি x ১১ ইঞ্চি অনুপাতে।

৫. কালার: যে কোনো কালার ব্যবহার করা যাবে। শুধু সাদা-কালো কালার ব্যবহার করেও কার্টুন আঁকা যাবে।

৬. কন্টেন্ট: কার্টুন অবশ্যই মৌলিক হতে হবে। অনুমতি ব্যতীত অন্য কারও ডিজিটাল সম্পত্তি ব্যবহার করা যাবে না।

৭. ফাইলের নাম: ফাইলের নাম লেখার ক্ষেত্রে প্রথমে প্রতিযোগীর নাম ও পরে কার্টুনের নাম রাখতে হবে। মাঝে ‘_’ এই চিহ্ন দিতে হবে। যেমন (Shishir_Corruption)

৮. অন্যান্য: প্রতিযোগীরা চাইলে কার্টুনের সাথে একটি লিখিত ব্যাখ্যা ও কার্টুনটির অনুপ্রেরণা যোগ করতে পারবেন।

৯. বাছাই প্রক্রিয়া: মৌলিকত্ব, সৃজনশীলতা/আইডিয়া, শৈল্পিক দক্ষতা ও কার্টুনটি প্রতিযোগিতার থিমকে কতটুকু ধারণ করতে পেরেছে—এমন কিছু মানদণ্ডের ভিত্তিতে কার্টুন বাছাই করা হবে।

১০. একজন একাধিক এন্ট্রি দিতে পারবেন। তবে প্রতিটা এন্ট্রিই আলাদা আলাদাভাবে করতে হবে।

কার্টুন পাঠানোর জন্য ক্লিক করুন এইখানে

কার্টুন পাঠানোর শেষ সময়: ৩ মার্চ, ২০২৩


সর্বশেষ সংবাদ