স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন অষ্ট্রিয়ায়

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৫ বছর মেয়াদী পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিচ্ছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (ISTA)। আইএলটিএস ছাড়াই বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৮ই জানুয়ারি, ২০২৩।

ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অস্ট্রিয়া (ISTA) হল প্রাকৃতিক এবং গাণিতিক বিজ্ঞানের একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান। যা অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে ২০ কি.মি দূরে উত্তর-পশ্চিমে ক্লোস্টারনিউবার্গের মারিয়া গুগিং-এ অবস্থিত। এটি ২০০৯ সালে নিম্ন অস্ট্রিয়ার প্রাদেশিক সরকার এবং অস্ট্রিয়ার ফেডারেল সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

সুযোগ-সুবিধাসমূহঃ 
• সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে।  
• প্রতি মাসে ২৭২৯ ইউরো ( বাংলাদেশী টাকায়  প্রায় ৩ লাখ টাকা) মাসিক ভাতা প্রদান করবে। 
• প্রোগ্রাম চলাকালীন কনফারেন্স এবং ওয়ার্কশপে যোগদান করার জন্য ভ্রমণ ভাতা প্রদান করবে। 

আবেদনের যোগ্যতাসমূহঃ 
• কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। 
• আবেদন ইচ্ছু প্রোগ্রামের প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্রঃ 
• পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি ।
• জীবনবৃত্তান্ত ।
• রেফারেন্স লেটার ( ৩টি )। 
• একাডেমিক পেপারস। 
• স্টেটমেন্ট অব পারপাস। 

আবেদন প্রক্রিয়াঃ- 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন https://apply.app.ist.ac.at/users/login 
বিস্তারিত জানতে ক্লিক করুন https://phd.ist.ac.at/phd-application-admission/


সর্বশেষ সংবাদ