চবির ইউনিটভিত্তিক কোটার মেধাতালিকা প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছয়টি ইউনিটে বিভিন্ন কোটায় ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এর আগে, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।
তিনি জানান, ‘চবির ছয়টি ইউনিটে বিভিন্ন কোটায় প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে, তা বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’
আরও পড়ুন : জবিতে ভর্তির পরও দুই কারণে ছাত্রত্ব বাতিল হতে পারে
চবির ‘এ’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।
চবির ‘বি’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।
চবির ‘বি-১’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।
চবির ‘সি’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।
চবির ‘ডি’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।
চবির ‘ডি-১’ ইউনিটের কোটার প্রথম মেধাতালিকা দেখুন এখানে।