চবি ‘সি’ ইউনিটে ৯ হাজারের মধ্যে ৬ হাজার শিক্ষার্থীই ফেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‍শিক্ষার্থী
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‍শিক্ষার্থী  © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘সি’ ইউনিটের  ফল প্রকাশিত হয়েছে শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে।  এ পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী। তবে ফেল করেছেন ৬ হাজার ৯৫৮ জন শিক্ষার্থী। ৭৫.৪৫ শতাংশ শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে। এবারে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯ হাজার ২২২ ভর্তিচ্ছু।

ব্যবসায় অনুষদের ডিন ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. হেলাল উদ্দিন নিজামী বলেন, ‘ফলাফল শুক্রবার রাতেই সম্পন্ন হয়েছে। আইসিটি সেল দুপুর ১২টার দিকে ফলাফল ওয়েবসাইটে পাবলিস করেছে। এতে ২৪.৫৫ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন।'

আরো পড়ুন: চবির ‘এ’ ইউনিটের আগেই ‘সি’র ফল প্রকাশ

প্রসঙ্গত, এবার ‘সি’ ইউনিটের ৪৪১টি অসনের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন ১১ হাজার ৬০ জন। তবে শুক্রবার পরীক্ষায় অংশ নিয়েছে ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নিয়েছেন ৯ হাজার ২২২ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩.৪০ শতাংশ। অনুপস্থিত ছিলেন  ১ হাজার ৮৩৭ জন। যা শতকরা হিসেবে ১৭.৬০ শতাংশ।

বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।


সর্বশেষ সংবাদ