চবির ‘এ’ ইউনিটের আগেই ‘সি’র ফল প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এই ইউনিটের পূর্ণাঙ্গ ফল প্রকাশিত হয়। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে ভর্তিচ্ছুরা ফলাফল দেখতে পারছেন। কিছুক্ষণ পর ওয়েবসাইটে ফল আপডেট হলে সেখানেও দেখা যাবে। তবে ‘সি’ ইউনিটের আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা শেষ হলেও এখনো রেজাল্ট দিতে পারেনি কর্তৃপক্ষ।
এর আগে, গতকাল শুক্রবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত চলে ‘সি’ ইউনিটের পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষায় ১১ হাজার ৬০ জন ভর্তিচ্ছু অংশগ্রহণের কথা থাকলেও করেছেন ৯ হাজার ২২৩ জন। যা মোট পরীক্ষার্থীর ৮৩ দশমিক ৪০ শতাংশ। বাকি ১ হাজার ৮৩৭ জন অনুপস্থিত ছিলেন। যা শতকরা হিসেবে মোট পরীক্ষার্থীর ১৭ দশমিক ৬০ শতাংশ।
এদিকে, বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হলেও এখনো ইউনিটটির রেজাল্ট প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ। এই ইউনিটে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিলেন ৫৪ হাজার ১০৬ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৩ হাজার ১৪৯ জন। যা মোট আবেদনকারী পরীক্ষার্থীর মাত্র ৬১ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৫৭ জন। যা শতকরা হিসেবে ৩৯ শতাংশ।
আরও পড়ুন: জাবির ‘ডি’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু ২২ আগস্ট
জীববিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন বলেন, অন্যান্য ইউনিরে তুলনায় ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুর সংখ্যা তুলনামূলক বেশি হওয়ায় ফলাফল প্রকাশে একটু সময় লাগছে। আমরা দ্রুত ফল প্রকাশের চেয়ে নির্ভুলতায় গুরুত্ব দিয়েছি। ফলাফল অনেক আগেই প্রস্তুত হয়েছে, এখন রি-চেকের কাজও প্রায় শেষ। ‘এ’ ইউনিটের ফল আজেই প্রকাশিত হবে।
বিশ্ববিদ্যালয়টির ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ (সম্মান) ভর্তি পরীক্ষায় চার ইউনিট ও দুই উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের জন্য আবেদন করেছেন ১ লাখ ৪৩ হাজার ৭২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে ৩৫ হাজার ৭৭৯ জন, ‘সি’ ইউনিটে ১১ হাজার ৬০ জন, ‘ডি’ ইউনিটে ৩৯ হাজার ৩৯২ জন, ‘বি-১’ ইউনিটে ১ হাজার ৫৭৯ এবং ‘ডি-১’ ইউনিটে ১ হাজার ৮১১ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।