চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রস্তুত করে রাখা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে ফল প্রকাশ করা হবে।
ফল প্রস্তুতের সাথে যুক্ত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। তবে বেশ কিছু কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
ওই সূত্র আরও জানায়, চবির এ ইউনিটে পাস করেছে ১৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও সূত্র দাবি করেছে।
আরও পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা বললেন উপাচার্য
এর আগে গতকাল বৃহস্পতিবার ‘এ’ ইউনিটের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, নির্ভূলভাবে ফল তৈরির জন্য ফল প্রকাশ করতে কিছুটা সময় লাগছে। আজই ফল প্রকাশ করার কথা। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামীকাল ফল প্রকাশ করা হবে।
প্রসঙ্গত, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।