০৬ আগস্ট ২০২২, ১৬:৫৪

গুচ্ছে প্রথম হওয়া সুমাইয়া আবারও ভর্তি পরীক্ষা দেবেন

সুমাইয়া বিনতে মাসুদ  © সংগৃহীত

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছেন সুমাই বিনতে মাসুদ। তিনি আবারও ভর্তি পরীক্ষায় অংশ নিতে চান।

জানা গেছে, খুলনার এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুমাইয়ার প্রথম পছন্দ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পছন্দের বিষয় ফার্মেসি। তবে চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছা তার। সেজন্য আবারও ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: প্রকৌশল গুচ্ছের ফল প্রকাশের সময় নিয়ে যা জানা গেলে

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি। খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মাও খুশি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি দ্বিতীয়বার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব।’