বিজ্ঞান শাখা

ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটে প্রথম নূর মোহাম্মদ পাবলিকের রাইসা

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের অন্তর্ভুক্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলোর ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন।

এবার ভর্তি পরীক্ষায় বিজ্ঞান শাখা থেকে প্রথম স্থান অধিকার করেছেন ফাতেমা তাসনিম রাইসা নামে এক পরীক্ষার্থী। তিনি রাজধানীর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের ছাত্রী ছিলেন।

তিনি ১০০ নম্বরের মূল পরীক্ষায় পেয়েছেন ৮৯। এসএসসি ও এইসএসসিতে জিপিএ ফাইভ থাকায় ১২০ নম্বরের পরীক্ষায় তার স্কোর ১০৯।


সর্বশেষ সংবাদ