চবির ‘এ’ ইউনিটে ৪৪ হাজার পরীক্ষা দিয়ে ২৪ হাজার ফেল
- চবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০৬:৫৬ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২১, ০৬:৫৬ PM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। শতকরা হিসেবে যা ৫৪ দশমিক ১ শতাংশ।
শুক্রবার (০৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়। বিজ্ঞান অনুষদের ডিন ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এ’ ইউনিটে পাস করেছেন ২০ হাজার ৬১৮ জন। যা ৪৫ দশমিক ৯৯ শতাংশ। ফেল করেছেন ২৪ হাজার ২০৬ জন শিক্ষার্থী। যা ৪৪ দশমিক ১ শতাংশ। সর্বোচ্চ নম্বর পেয়েছেন ১০৯ দশমিক ৫০।
এর আগে, গত সোম ও মঙ্গলবার (০১ ও ০২ অক্টোবর) ৪ শিফটে নেওয়া হয় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৬৮ হাজার ৯২ জন ভর্তি আবেদনকারীর মধ্যে অংশ নিয়েছেন ৪৪ হাজার ৮২৬ জন। যা মোট পরীক্ষার্থীর ৬৫ দশমিক ৮৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ২৬৬ জন। যা শতকরা হিসেবে ৩৪ দশমিক ১৩ শতাংশ।
‘এ’ ইউনিটের ফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুতকরণ সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত ফলাফলের কপি (হার্ড কপি ও সফট কপি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক বরাবর পাঠানো হয়েছে।