পাসে শীর্ষে রাজশাহী, জিপিএ-৫ ঢাকা

  © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডের মধ্যে পাসের হারে সেরা ফল করেছে রাজশাহী। অন্যদিকে, জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এবারও শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এবার পাসের হার ৮২ দশমিক ৮৭ শতাংশ। এর মধ্যে ফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন। 

আজ রবিবার (৩১ মে) বেলা ১১টার দিকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ডা. শিক্ষামন্ত্রী দীপু মনি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন। এর আগে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

ফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবারও রাজশাহী শিক্ষাবোর্ডে সর্বোচ্চ ৯০ দশমিক ৩৭ শতাংশ পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ১৬৭ জন। এছাড়া ঢাকা বোর্ডে পাস করেছে ৮২ দশমিক ৩৪ শতাংশ। তবে জিপিএ-৫ পেয়েছে সর্বোচ্চ ৩৬ হাজার ৪৭ জন।

এবারও ফলে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ডে। পাসের হার ৭৮ দশমিক ৭৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন সবচেয়ে কম ৪ হাজার ২৬৩ জন। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডে ৮৫ দশমিক ২২ শতাংশ, যশোরে ৮৭ দশমিক ৩১ শতাংশ, চট্টগ্রামে ৮৪ দশমিক ৭৫ শতাংশ, দিনাজপুরে ৮২ দশমিক ৭৩ শতাংশ, বরিশালে ৭৯ দশমিক ৭০ শতাংশ, মংমনসিংহে ৮০ দশমিত ১৩ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮২ দশমিক ১৫ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৭২ দশমিক ৭০ শতাংশ পাস করেছে।


সর্বশেষ সংবাদ