২১ মে এসএসসির ফল নয়

  © ফাইল ফটো

চলতি মাসের ২১ তারিখ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে এমন একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ছড়ানো তথ্যটির কোন সত্যতা নেই বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর।

অধিদফতর সূত্রে জানা গেছে, ২১ মে এসএসসির ফলাফল প্রকাশ করার খবরটি ভিত্তিহীন। তবে দেশের বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীদের ওএমআর শিট বোর্ডগুলোতে পৌঁছেছে। সেগুলো দেখা হচ্ছে। সবকিছু ঠিক চলতি মাসেই ফল ঘোষণা করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বোর্ডগুলোতে ওএমআর শিট মূল্যায়নের কাজ চলছে। কাজ শেষ হলে যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে। তবে আগামী ২১ মে ফলাফল প্রকাশের যে খবরটি বেরিয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ