চবির ‘বি’ ইউনিটে উপস্থিত ৮৮ শতাংশ পরীক্ষার্থী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৮৮ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী।

শুক্রবার (৮ মার্চ) বেলা ১১ টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলে হয় দুপুর ১২ টা পর্যন্ত। এবার চট্টগ্রামসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট উপস্থিত ছিলেন ৫৭ হাজার ৫২২ জন শিক্ষার্থী।

এর মধ্যে চবি ক্যাম্পাসে ১৫ হাজার ৭৮৯ জন, রাবি ক্যাম্পাসে ১৮ হাজার ৬ জন ও ঢাবি ক্যাম্পাসে ২৩ হাজার ৭২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল হক।

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ১ হাজার ২২১ আসনের বিপরীতে আবেদন করে ৬৫ হাজার ২৬৭ জন শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ