মেডিকেলে ৪৮, বুয়েটে ২১৮, প্রকৌশল গুচ্ছে প্রথম লামিয়া

উম্মে হাবিবা লামিয়া
উম্মে হাবিবা লামিয়া  © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন রাজশাহী কলেজের উম্মে হাবিবা লামিয়া। তিনি প্রকৌশল গুচ্ছ ছাড়াও মেডিকেলে ভর্তি পরীক্ষা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও একাধারে সাফল্য পেয়েছেন। তবে তিনি কোথায় ভর্তি হবেন এখনো সেটি নিশ্চিত নয়।

উম্মে হাবিবা লামিয়া বলেন, প্রকৌশল গুচ্ছের পরীক্ষা আমার ভালো হয়েছে। আশা করছিলাম ভালো কিছু হবে। আল্লাহর অশেষ রহমতে প্রথম হয়ে গেছি; এটা বেশি ভালো লাগছে। এসময় তিনি কাছে দোয়া প্রার্থনা করেছেন।

লামিয়া প্রকৌশল গুচ্ছ ছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ৪৮, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফলে ২১৮তম হয়েছেন।

এর আগে গত ২১ জুন ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় চুয়েট, কুয়েট ও রুয়েট কেন্দ্রে অংশগ্রহণের জন্য ২৪ হাজার ৯৮০ শিক্ষার্থী মনোনীত হয়েছে।

আরও পড়ুন: চীনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ১ কোটি ভর্তিচ্ছু, পরীক্ষা চার দিনে

এদের মধ্যে ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮৩.২১ শতাংশ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছে। যার মধ্যে রুয়েট কেন্দ্রে ৮৫.০৫ শতাংশ, কুয়েট কেন্দ্রে  ৮৩.৪৩ শতাংশে এবং চুয়েট কেন্দ্রে অংশগ্রহণ করেছে ৮১.১৮ শতাংশ ছাত্র-ছাত্রী।

ভর্তিচ্ছুদের উদ্দেশ্যে লামিয়া বলেন, পরীক্ষার সময় যত চাপ নেয়া হয়, পরীক্ষা তত খারাপ হয়। এজন্য বুয়েটের ভর্তি পরীক্ষার সময় তো আমার কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। পরীক্ষার সময়টাতে যত শান্ত-স্বাভাবিক থাকা যায়, যতই ভালো।

ভর্তি প্রস্তুতির অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় আমি মেইন বইয়ে বেশি গুরুত্ব দিয়েছি। এটা আমার জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হয়েছে। মেইন বইটা আমার এতো ভালোভাবে আয়ত্ত্বে ছিলো, মেডিকেলের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাস আমার দেখতেই হয়নি। 


সর্বশেষ সংবাদ