জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬২.২২%

জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ
জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ  © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার (২১ জুন) সকালের দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।

ফলাফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ফরিদ আহমেদ জানান, এই ইউনিটে নির্ধারিত আসনের ১০ গুণ বেশি সংখ্যক পরীক্ষার্থীর মেধাতালিকা ফলাফলে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, ‘এ’ ইউনিটে ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬১ হাজার ৮৬৪ জন ভর্তিচ্ছু। সর্বমোট পরীক্ষা দিয়েছে প্রায় ৪৫ হাজার। পরীক্ষায় ৭৩ দশমিক ২ শতাংশ উপস্থিত ছিল। পাস করেছে প্রায় ২৮ হাজার। সে হিসেবে পাশের হার ৬২ দশমিক ২২ শতাংশ।

আরও পড়ুন: জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ৭৬ হাজার

ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে।  এর আগ গত মঙ্গলবার (২০ জুন) ৬ শিফটে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আজ বুধবার (২১ জুন) ও আগামীকাল বৃহস্পতিবার (২২ জুন) দুই দিনে ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।


সর্বশেষ সংবাদ