সিলেট বোর্ডে পাসের হার কমেছে

পরীক্ষার্থীদের উচ্ছ্বাস
পরীক্ষার্থীদের উচ্ছ্বাস  © সংগৃহীত

২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৫ মিনিটে গণভবনে পূর্ণাঙ্গ ফলের সার-সংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এবার গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

এইচএসসি পরীক্ষায় সিলেট বোর্ডের পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ। গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল  ৯৪ দশমিক ৮০ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন পরীক্ষার্থী। গতবছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের ৬ নভেম্বর সারাদেশে এক যোগে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি


সর্বশেষ সংবাদ