রাবির ‘সি’ ইউনিটের ৮ম মেধাতালিকা প্রকাশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ অক্টোবর ২০২২, ১০:২৬ AM , আপডেট: ০৩ অক্টোবর ২০২২, ১০:২৬ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অষ্টম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
‘সি’ ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহেদ জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারিজ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে অষ্টম মেধাতালিকা প্রকাশ করা হল।
নির্বাচিত প্রার্থীদের আগামী ১০-১১ অক্টোবর বেলা ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাই বাছাইয়ের জন্য কনফারেন্স রুম, বিজ্ঞান অনুষদ, কক্ষ নং ৪০১, কুদরাত এ খুদা একাডেমিক ভবনে উপস্থিত হতে হবে।
‘সি’ ইউনিটের ৮ম মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘সি’ ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ‘সি’ ইউনিটের অন্য কোনো বিভাগে ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।