তালাকের ৪০ দিনেই স্ত্রীকে ফিরিয়ে নিলেন আলোচিত বক্তা আদনান, ইসলামী আইন কী বলে?
খোলা তালাকের ৪০ দিন পর আবারও সাবেক স্ত্রী সাবিকুন্নাহার সারাহকে বিয়ে করলেন ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে পুনরায় বিয়ের ঘোষণা দেন তিনি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ইসলামী আইনে তালাকের পর স্ত্রীকে পুনরায় বিয়ের বিষয়ে কী নিয়ম রয়েছে, তা নিয়ে আদনানের সমালোচনা করছেন নেটিজেনরা।
গত ২১ অক্টোবর ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানকে খোলা তালাক দিয়েছেন বলে জানান সাবিকুন্নাহার। ওইদিন আবু ত্বহা আদনানের ফেসবুক পোস্টে বলা হয়, ‘উস্তাদ আবু ত্বহা মুহাম্মাদ আদনান ও তার প্রাক্তন স্ত্রী সাবিকুন নাহারের পারিবারিক বিষয়গুলো দেশের বরেণ্য মুরুব্বি ওলামায়ে কেরামদের মাশওয়ারার ভিত্তিতে শারিয়া মোতাবেক সুন্দরভাবে সমাধান ও নিষ্পত্তি করা হয়েছে আলহামদুলিল্লাহ।’
এদিকে আজ দুপুরে আদনান ‘আলহামদুলিল্লাহ!’ লিখে পোস্ট দিয়ে তার কমেন্টবক্সে পরিষ্কার করেন বিয়ের কথা। লেখেন, ‘শীগ্রই গণওলিমা খাওয়ানো হবে, ইনশাআল্লাহ। দুয়ার দরখাস্ত।’ পরে সন্ধ্যা ৭টা ১২ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজেদের মধ্যে হওয়া পুনর্বিয়ের ঘোষণা দেন সাবিকুন্নাহার।
আরও পড়ুন: আবু ত্বহা মুহাম্মদ আদনান-সাবিকুন নাহারের ‘খোলা তালাক’
এ বিষয়ে ইসলামের বিধান জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মুফতি ড. হুমায়ুন কবির দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইসলামী আইন অনুযায়ী, কেউ যদি এক তালাক এবং দুই তালাকও ‘রজয়ী’ প্রদান করে, তাহলে তিন মাসের মধ্যে বিয়েরও প্রয়োজন পড়ে না। সমঝোতা হলে পরস্পর মিলে গেলে হয়ে যায়। আর যদি এক অথবা দুই তালাক ‘বায়েনা’ হয়, তাহলে তিন মাসের মধ্যে আবার বিয়ে করা যাবে। তবে উভয় ক্ষেত্রে তিন তালাক দিলে হানাফী মাযহাব মতে আবার বিয়ে করলে বিয়ে বৈধ হবে না। বরং স্ত্রীর অন্যত্র বিয়ে-তালাকের পরে বিয়ে করতে হবে। খোলা তালাকের ক্ষেত্রেও এক, দুই এবং তিন তালাকের এই একই নিয়ম।
তিনি বলেন, আলোচিত ঘটনায় তারা কিভাবে তালাক দিয়েছেন, সেটি বিবেচনায় নিয়ে কথা বলতে হবে। তারা যদি তারা এক এবং দুই তালাক পর্যন্ত থাকেন, তাইলে বিয়ে শুদ্ধ আছে। আর যদি এর বেশি যান, সেক্ষেত্রে এটা হবে না, দ্বিতীয় স্বামীর দরকার আছে।
আরও পড়ুন: আবু ত্বহা মুহাম্মদ আদনানকে ‘খোলা তালাক’ দিয়ে যা বললেন সাবিকুন নাহার
সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার প্রেক্ষিতে আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বক্তব্য জানতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করা হলে অপর একজন রিসিভ করেন। পরিচয় প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আবু ত্বহা আদনান গণমাধ্যমে বক্তব্য দিতে চান না। ওই ব্যক্তি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা বিভিন্ন ধরনের কথা বলছেন, তারা পূর্ণ বিষয়ে অবগত নন। আবু ত্বহা আদনান একজন আলেম মানুষ। তিনি নিশ্চয় হারাম পন্থায় বিয়ে করবেন না। আমি যতটুকু জানি, নিয়মের মধ্যে থেকেই বিয়ে হয়েছে।
এদিকে সাবিকুন্নাহারের পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘আমাদের মাঝে চিরস্থায়ী ৩ তালাক বায়েন হয়নি, স্ত্রী কর্তৃক খোলা তালাক হয়েছিল। যেখানে উভয়ের সম্মতিতে যে কোন সময় নতুন বিবাহের মাধ্যমে সংসার শুরু করার সুযোগ থাকে।’