বাংলা অলিম্পিয়াডে তৃতীয় ইংলিশ মিডিয়ামের অন্বয়

  © সংগৃহীত

রাজধানীতে নবম বারের মতো অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড প্রতিযোগিতা। গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অলিম্পিয়াড প্রতিযোগিতায় রচনা বিভাগে তৃতীয় হয়েছে ইংরেজি মাধ্যম স্কুলের গ্রেড সেভেনের শিক্ষার্থী অন্বয়। ঢাকার ৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় হয় সে।

মুজিববর্ষ উপলক্ষে এবারের আসর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে। মুজিববর্ষ মাথায় রেখে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবি ও পোস্টার দিয়ে সাজানো হয় অনুষ্ঠানস্থল।

ঢাকার পাশাপাশি এবার চট্রগ্রামেও প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলা অলিম্পিয়াড। চট্রগ্রামের ২৬টি স্কুলের ৩৪২ জন প্রতিযোগি এতে অংশ নেয়। অন্যদিকে ঢাকা অঞ্চলের ৯৯টি স্কুলের ১ হাজার ৬৪৮ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন পরিবেশনা প্রদর্শন করেন। যা দেখে অনুষ্ঠানে আগত সবাই মুগ্ধ হন।


সর্বশেষ সংবাদ