শুরু হচ্ছে ‘বাঙলা অলিম্পিয়াড’, সুযোগ থাকছে সবার জন্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:০১ AM , আপডেট: ০৬ ডিসেম্বর ২০২০, ১১:০১ AM
প্রথম বারের মতো নিরাভরণ ফাউন্ডেশন এবং চেতনালোক যৌথভাবে আয়োজন করছে বাংলা ব্যাকরণ বিষয়ক অলিম্পিয়াড “বাংলা সাহিত্য জনপ্রিয়করণ সমিতি নিবেদিত – বাঙলা অলিম্পিয়াড ১৪১৭”।
বাংলা অলিম্পিয়াডের প্রশ্ন বাংলা ব্যাকরণ বিষয়ক যেকনো বিষয় নিয়ে হতে পারে। যেমন: ভাষা, সন্ধি, সমাস, কারক, বিভক্তি, কাল, পদ প্রকরণ, সাধুরীতি, চলিত রীতি, বাগধারা, বানান শুদ্ধকরণ, উচ্চারণ, ধাতু, অনুজ্ঞা, সমর্থক শব্দ, সমোচ্চারিত শব্দ, বাচ্য, প্রকৃতি-প্রত্যয়, অনুসর্গ, উপসর্গ, বচন, পদাশ্রিত নির্দেশক।
বাংলা অলিম্পিয়াডে মোট ৫০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন এক কথায় উত্তর ধরনের হবে। কোনো রকম বহুনির্বাচনী প্রশ্ন থাকবে না।
অলিম্পিয়াড শুরু হওয়ার ৩০ মিনিট আগে চেতনালোক, নিরাভরণ ফাউন্ডেশনের পেইজে এবং ইভেন্টে নোটিশ দেয়া হবে।
স্থান: বাংলাদেশ
সুযোগ সুবিধাসমূহ:
বিজয়ীদের জন্য থাকছে মোট ২৫০০০ টাকা পুরস্কার।
মেডেল এবং সাটিফিকেট দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা: সবাই অংশ নিতে পারবে
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি
রেজিস্ট্রেশনের আগে রেজিস্ট্রেশন ফি নগদ এর মাধ্যমে পাঠাতে হবে। ট্রান্সজেকশন আইডিটি রেজিস্ট্রেশন ফর্ম এ অবশ্যই দিতে হবে।
নগদ নাম্বার: 01648200701 (ব্যক্তিগত)
রেজিস্ট্রেশন ফি: ২০০৳
রেজিস্ট্রেশন ফি অফেরতযোগ্য। তা সম্পূর্ণ মানবকল্যাণমূলক কাজে খরচ করা হবে।
আবেদন করুন এ ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করুন।
আবেদনের শেষ তারিখ: ডিসেম্বর ১০, ২০২০