২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৩

ঢাবির জিয়া হলে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব’ কুইজ প্রতিযোগিতা আগামীকাল

‘সুচিন্তিত জ্ঞান অন্বেষণ, টেকসই বাংলাদেশ গঠন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিয়া হল কুইজ ক্লাব প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছে ‘অপরাজেয় বাংলা আন্তঃক্লাব কুইজ প্রতিযোগিতা-২০১৮’।

বৃহস্পতিবার হল মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস.কম। এছাড়াও মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দৈনিক আলোকিত বাংলাদেশ, আরটিভি অনলাইন এবং এটিএন টাইমস্।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. জিয়া রহমান।

আয়োজকরা জানান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগ এবং হলের প্রায় তিনশতাধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা শেষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ টিমের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। এ প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কুইজ ফরম্যাটে পরিচালিত হবে।