০৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২১

ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়

ইবি শিক্ষার্থী তামান্নার স্বর্ণপদক জয়
বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পস-২০২২ প্রথম তামান্না  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ-২০২২ এ ম্যারাথন প্রতিযোগীতায় প্রথম হয়ে স্বর্ণপদক পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী আানিকা রহমান তামান্না। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেছেন শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক আসাদুর রহমান।

তিনি জানান, ‘বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২৫ টি দল অংশগ্রহণ করে। উদ্বোধনী ১৫ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতে নেন তামান্না। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।’

আরও পড়ুন: শিক্ষার্থীরা অনলাইনে অধিকাংশ সময় নষ্ট করছে: পরিকল্পনামন্ত্রী

খেলা শেষে রাজধানীর হাতিরঝিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ হাসান রাসেল এবং পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পদক তুলে দেন।

এ বিষয়ে তামান্না আক্তার বলেন, আজ পুরস্কার পেয়ে অনেক ভালো লাগছে। আগামীতেও ভাল খেলার চেষ্টা করব।