০৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:২১

পরিষ্কার-পরিছন্নতায় সব ক্যাম্পাসের রোল মডেল হবে জবি: ভিসি

জবি শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক ক‍্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রম  © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ‍্যাপক ড. ইমদাদুল হক বলেছেন, আমরা আমাদের এই ছোট ক্যাম্পাসকে পরিষ্কার-পরিছন্ন রাখার মধ্যমে দেশের অন্য সকল ক্যাম্পাসের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করবো। একটি আদর্শ পরিষ্কার-পরিছন্ন ক্যাম্পাস গঠনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের স্বেচ্ছামূলক অংশগ্রহণে তিন দিনব‍্যাপী ক‍্যাম্পাস পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আয়োজনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। ক্যাম্পেইনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের সকল বিভাগের শ্রেণীকক্ষ ওয়াসরুম, সেমিনার, সিড়ি সহ বিভিন্ন স্থানে জমে থাকা কাগজ, পলিথিন পরিষ্কার করা হয়। পরিছন্নতা কার্যক্রমটি আগামী ৮ সেপ্টেম্বর ও ১৯ সেপ্টেম্বরও অব্যাহত থাকবে। 

আরও পড়ুন: গুচ্ছের প্রতি ইউনিটে আবেদন ফি ৫০০ টাকা

এ ব্যাপারে পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির আহ্বায়ক এবং ভূগোল ও পরিবেশ বিভাগের অধ‍্যাপক  আব্দুল কাদের বলেন, ক‍্যাম্পাসের পরিবেশ সুন্দর ও  মনোরম করার জন‍্য আমরা এই আয়োজনের উদ‍‍্যোগ নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ১৫০ জন শিক্ষার্থী আমাদের কাছে রেজিস্ট্রেশন করেছেন। তাদের নিয়ে ৩ দিনব‍্যাপি এই কার্যক্রম পরিচালনা করার পর একটি স্থায়ী স্বেচ্ছাসেবী সংগঠন করবো। 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মচারী থাকা সত্ত্বেও বিভিন্ন স্থানে পরিবেশ খুবই নাজুক এবং এ বিষয়ে শিক্ষার্থীদের আগ্রহ নিয়ে আমাদের কাছে আসলে আমরা এই কার্যক্রম করার উদ‍্যোগ নেই। 

কার্যক্রমে অংশ গ্রহণকারী আহসান হাবিব দোলন নামের এক শিক্ষার্থী বলেন, আমাদের ক‍্যাম্পাসের পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদেরও কিছু দায়িত্ব আছে। ক্লাসে মনোরম পরিবেশ ও ক্লিন ক‍্যাম্পাস থাকলে পড়ালেখায় মনোযোগ বাড়াতে সহায়তা করে। 

এছাড়াও ক্যাম্পেইনে আরও উপন্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ‍্যাপক ড. কামালউদ্দিন আহমদ, শিক্ষক সমিতির সাধারন সম্পাদক অধ্যাপক ড. লুৎফর রহমান,বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল, পরিবেশ উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কমিটির সদস‍্যবৃন্দসহ স্বেচ্ছাসেবী ৫০ এর অধিক শিক্ষার্থী।