১৫ আগস্ট ২০২২, ০৯:৩০

শোকের মাস উপলক্ষে বেরোবিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বৃক্ষরোপণ কর্মসূচি  © টিডিসি ফটো

জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন। রোববার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা।

এছাড়া বৃক্ষরোপণে অংশ নেন কলা অনুষদ বিভাগের ডিন প্রফেসর ড. আবু সালেহ মো. ওয়াদুদুর রহমান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আলমগীর চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওসমান গনি তালুকদার, প্রক্টর গোলাম রব্বানী, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ. টি. জি.এম. গোলাম ফিরোজ ও সাধারণ সম্পাদক মো. আলী।

আরও পড়ুন: মহানবীর অবমাননার আন্দোলনকারীদের ‘শিবির’ বললেন বেরোবি শিক্ষক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. নুরুজ্জামান খান, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বির আহমেদ চৌধুরী, ক্যাফেটেরিয়ার পরিচালক উমর ফারুক ও বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়াসহ বিশ্ববিদ্যালয়ের  অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।