জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নীলক্ষেত শিক্ষার্থীদের বিক্ষোভ 

নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের  বিক্ষোভ
নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ  © টিডিসি ফটো

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর নীলক্ষেত মোড়ে কয়েকজন শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করেছেন তারা। বিক্ষোভে শিক্ষার্থীরা ৩ দফা দাবিও জানিয়েছেন। 

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, গত ৭ আগস্ট রাত ১২টা থেকে হঠাৎ আকস্মিক জ্বালানির তেলের দাম বৃদ্ধি
করা হয়েছে। যার ফলে গণপরিবহন এর ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। যা বহন করা সাধারণ শিক্ষার্থীদের পক্ষে সম্ভব নয়। এই তেলের দাম বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নেই । এমন অবস্থায় সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষের জীবন-যাত্রা স্বাভাবিকের লক্ষ্যে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান তারা।

এসময় শিক্ষার্থীরা ৩ দফা দাবিও জানান। দাবিগুলো হলো,

১। ৪৮ ঘণ্টার মধ্যে বৃদ্ধিকৃত জ্বালানি তেলের দাম কমাতে হবে।

২। এক পয়সাও গণপরিবহনে ভাড়া বৃদ্ধি করা যাবে না।

৩। গণপরিবহনে ভাড়ার নামে নৈরাজ্য বন্ধ করতে হবে, সাথে সাথে সকল শিক্ষার্থীর হাফ পাস নিশ্চিত
করতে হবে।

এসব দাবি মেনে না নিলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।


সর্বশেষ সংবাদ